Ducati চলতি মাসেই লঞ্চ করবে Panigale V4 সুপারবাইক, টিজারে মিলল ইঙ্গিত

Avatar

Published on:

Ducati জোড়া-ধামাকা দিতে প্রস্তুত। কেন একথা বলছি? আসলে কয়েকদিন আগেই ভারতে Ducati-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল Diavel 1260 ক্রুজার মোটরসাইকেলের টিজার প্রকাশ করেছিল। এবার Ducati তার ফ্ল্যাগশিপ সুপারবাইক Panigale V4-এর লঞ্চ টিজ করা শুরু করে দিল। ফলে Ducati এই দু’টি মোটরসাইকেলের BS6 ভার্সন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ করবে বলে ধরে নেওয়া যায়।

ডিলার সূত্রে জানা গেছে, ভারতে Ducati-র কয়েকটি ডিলারশিপ Panigale V4-এর অগ্রিম বুকিং নিচ্ছেন। বুক করার জন্য খরচ করতে হচ্ছে 1 লক্ষ টাকা। Panigale V4 ভারতে দু’টি ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে — V4 ও V4 S।

Ducati Panigale V4 : ইঞ্জিন

Ducati Panigale V4-এর দু’টি ভার্সনেই রয়েছে 1103cc V4 Desmosedici Stradale (ডেসমোসেডিসি স্ট্রাডেল) ইঞ্জিন। এটি 13,000 rpm গতিতে সর্বাধিক 211 bhp শক্তি উৎপাদন করে। আবার এর টর্ক আউটপুট 9,500 rpm গতিতে 124 Nm।

Ducati Panigale V4 : ইলেকট্রনিক্স ফিচার

Ducati Panigale V4 সুপারবাইকের ইলেকট্রনিক্স প্যাকেজের মধ্যে আছে বোস কর্নারিং এবিএস, হুইলি কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, স্লাইড কন্ট্রোল, বি-ডাইরেকশনাল কুইক শিফটার, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, ইলেকট্রনিক সাসপেনশন, প্রভৃতি।

Ducati Panigale V4 : দাম (সম্ভাব্য)

পুরোনো ভার্সনের চেয়ে Panigale V4-এর নয়া ভার্সনের দাম 1.5 লক্ষ টাকার কাছাকাছি বাড়তে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥