HomeTech NewsFlipkart Sale: একসাথে সস্তা হল TV, AC, কুলার, এমনকি ওয়াশিং মেশিনও, মাত্র 3999 থেকে দাম শুরু

Flipkart Sale: একসাথে সস্তা হল TV, AC, কুলার, এমনকি ওয়াশিং মেশিনও, মাত্র 3999 থেকে দাম শুরু

আপনি কি হালফিলে গরম থেকে বাঁচতে এসি, এয়ার কুলার বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? কিংবা আপনার বাড়ির বসার ঘরে আনতে চান নতুন স্মার্ট টিভি, এদিকে আবার একটু টাকা বাঁচাতে পারলে ব্যাপারটা মন্দ হয়না? তাহলে আপনার জন্য এই প্রতিবেদনে রয়েছে দারুণ খবর। আসলে আজ ১৯শে মে থেকে Flipkart Super Cooling Days Sale শুরু হয়েছে, যেখানে Thomson ব্র্যান্ডের প্রচুর প্রোডাক্টে বিপুল ছাড় মিলবে – এক্ষেত্রে সর্বনিম্ন ৩,৯৯৯ টাকা দিয়ে আপনি পছন্দের বা প্রয়োজনের অ্যাপ্লায়েন্সটি কিনে ফেলতে পারবেন। আগামী ২৩ তারিখ অবধি এই সেল চলবে, তাই আসুন এখন ঝটপট Flipkart Super Cooling Days-এর অফারগুলি এক নজরে দেখে নিই…

সেলে Thomson টিভিতে এই অফার দেবে Flipkart

চলতি ফ্লিপকার্ট সুপার কুলিং ডেজ সেলে সবচেয়ে সস্তায় থমসনের 24TM2490 টিভি মডেলটি কেনা যাবে, এর দাম পড়বে মাত্র ৫,৪৯৯ টাকা। একইভাবে 32ALPHA007BL মডেলটি ছাড়ে ৮,৪৯৯ টাকায় পাবেন। অন্যদিকে Thomson 40Alpha 009BL টিভি ফ্লিপকার্টে এখন ১৪,৪৯৯ আরেকটু বড় টিভি নিতে চাইলে 42RT1044 বা 43PATH4545BL মডেল আপনার জন্য সেরা বিকল্প – এগুলি যথাক্রমে ১৫,৪৯৯ টাকা ও ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

অন্যদিকে সেল উপলক্ষে থমসনের 50OPMAXGT9020 টিভি ২৪,৯৯৯ টাকায় মিলবে, যেখানে 65OPMAX9033 মডেলটি কিনতে ৪২,৯৯৯ টাকা লাগবে। একই সময়ে, কোম্পানি 75OATHPRO2121 প্রিমিয়াম টিভিটি ৭৭,৯৯৯ টাকায় কেনার সুযোগ দেবে।

Flipkart Sale: এই এসি এবং এয়ার কুলারগুলিও পাবেন সস্তায়

এই মুহূর্তে ফ্লিপকার্ট সুপার কুলিং ডেজ সেলে Thomson 2023 Model 1 Ton 2 Star Split with iBreeze Technology AC – White (CPMF1002S, Copper Condenser) মডেলটি ২৬,৪৯০ টাকার বিনিময়ে আপনার হতে পারে। অন্যদিকে ২৬,৯৯০ টাকায় কেনা যাবে Thomson 4 in 1 Convertible Cooling 2023 Model 1 Ton 3 Star Split Inverter With iBreeze Technology AC – White (CPMI1003S, Copper Condenser) মডেলটি। আবার Thomson 2023 Model 2 Ton 3 Star Split Inverter AC – White (CPMI2003S, Copper Condenser) ফ্লিপকার্ট সেলে ৩৬,৯৯০ টাকায় পাওয়া যাবে।

এক্ষেত্রে আপনার যদি এসি কেনার বাজেট না থাকে, তবে আপনি থমসনের এয়ার কুলারগুলি বেছে নিতে পারেন। সেলে কোম্পানির ২৮ লিটারের পার্সোনাল কুলার (মডেল নম্বর CPP28N) মাত্র ৩,৯৯৯ টাকায় পাবেন। একইভাবে, কোম্পানির সবচেয়ে সস্তা ৫৫ লিটার ডেজার্ট কুলার (CPD55N) ছাড়ে ৬,৪৯৯ টাকায় কেনা যাবে।

ওয়াশিং মেশিনেও আছে বাম্পার অফার

আপনি যদি বাড়ির জন্য একটি নতুন ওয়াশিং মেশিন কিনতে চান, তবে ফ্লিপকার্ট সুপার কুলিং ডেজ সেল মিস না করাই ভালো। কেননা এই সময় ৬.৫ কেজির SA96500N সেমি-অটোমেটিক টপ লোড ওয়াশিং মেশিনটি ৭,৪৯৯ টাকায় পাওয়া যাবে। একই সময়ে, ৯ কেজি TTL9000S ফুললি-অটোমেটিক ওয়াশিং মেশিন কিনতে গেলে আপনার ১৩,৯৯৯ টাকা খরচ হবে। এছাড়া আছে আরও বহু অফার…

RELATED ARTICLES

আরও পড়ুন