HomeTech NewsGarena Free Fire Max today redeem codes 2 May: ফ্রি ফায়ার ম্যাক্স...

Garena Free Fire Max today redeem codes 2 May: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন

আজ ২ মে গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন (Garena Free Fire Max redeem codes for 2 May 2022)

Garena Free Fire Max today redeem codes 2 May: বিনামূল্যে গেম খেলতে চান? তাহলে আপনাদের জন্য গেরিনা ফ্রি ফায়ারের উচ্চতর ভার্সন Garena Free Fire Max নিয়ে আসলো আজকের রিডিম কোড, যা ব্যবহার করে আপনি বিভিন্ন ইন-গেম আইটেম বিনামূল্যে অর্জন করতে পারবেন। এর জন্য কয়েকটি সহজ স্টেপ অনুসরন করলেই হবে। তবে খেয়াল রাখবেন, এই কোড গুলি ১২ থেকে ২৪ ঘণ্টার জন্য বৈধ। তাই সময় শেষ হওয়ার আগেই এইগুলি ব্যবহার করে নেওয়াই শ্রেয়। তা না হলে এগুলি থেকে আর পুরস্কার পাওয়া যাবে না। চলুন দেরী না করে দেখে নেওয়া যাক আজকের রিডিম কোডগুলি।

Garena Free Fire Max redeem codes for 2 May 2022 (গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড ২ মে ২০২২)

F3F6 GMK5 LOQ8

Y2BF 3JU7 GQOR

87TG Q254 ED12

3IJJ KIF8 YHO8

F6N5 4A3Q 2F34

5UT6 5RAQ IG23

45B6 Y987 FY9E

FRQF 2GHJ 34I7

6S5A QS1D FQTS

54AF QG8H URF6

DT85 GHU6 RFHY

গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করার পদ্ধতি (How to redeem Garena free fire Max codes)

ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করে রিওয়ার্ড জেতার জন্য আপনাকে গেরিনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইটে ভিজিট করতে হবে (https://reward.ff.garena.com/en )।

এবার সেখানে Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন।

এরপর উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে এবং পরবর্তী স্টেপে যাওয়ার জন্য কনফার্ম বাটনে ক্লিক করুন।

এরপর ক্রস রেফারেন্সের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ওকে বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।

এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।

RELATED ARTICLES

Most Popular