HomeTech NewsGarena Free Fire Max Today Redeem Code 10 May: ১০ মে-র ফ্রি...

Garena Free Fire Max Today Redeem Code 10 May: ১০ মে-র ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন

আজ ১০ মে গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন (Garena Free Fire Max redeem codes for 10 May 2022)

Garena Free Fire Max today redeem codes 10 May: গেমপ্লের সাথে কোনো রকম আপোষ না করেই ভারতে হাজির জনপ্রিয় মোবাইল গেম গেরিনা ফ্রি ফায়ারের উচ্চতর ভার্সন, Garena Free Fire Max। এতে রয়েছে উন্নততর গ্রাফিক্স এবং ক্যারেক্টারের ব্যবহার। সাথে রয়েছে প্রতিদিন ফ্রি রিডিম কোড জেতার সুযোগ। যার মাধ্যমে গেমাররা অনায়াসেই অর্জন করতে পারবেন বিভিন্ন ইনগেম আইটেম। তাও সম্পূর্ণ বিনামূল্যে। চলুন দেখে নেওয়া যাক আজকের ফ্রি রিডিম কোডগুলি।

Garena Free Fire Max redeem codes for 10 May 2022 (গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড ১০ মে ২০২২)

FFWS LHBL K04A

FFL4 QZDG 5BUD

FFNM IUI3 PH4M

FFFK CBIL 1CAN

FFLS FOGO 2SIH

FFGJ 1YYL XB2W

FFLB 24FS JMVZ

FFA5 1VLV T4WK

FFGG BWKB Y2WF

FFBV XACN W0AW

FFVS CGCK HX15

FFCG BVCO K5F0

FFUA RNFH 2J4S

FFEA NSAW SKWX

FFIG RODE C1ZO

গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করার পদ্ধতি (How to redeem Garena free fire Max codes)

ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করে রিওয়ার্ড জেতার জন্য আপনাকে ঢুকতে হবে গেরিনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইটে (https://reward.ff.garena.com/en )।

এবার Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন।

এরপর উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে এবং পরবর্তী স্টেপে যাওয়ার জন্য কনফার্ম বাটনে ক্লিক করুন।

এরপর ক্রস রেফারেন্সের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ওকে বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।

এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।

RELATED ARTICLES

Most Popular