Garena Free Fire Today Redeem codes 14 February 2022: আজকের লেটেস্ট ফ্রি ফায়ার রিডিম কোড দেখে নিন

Updated on:

Free Fire Redeem Code Today 14 February: অতিমারীর সময়কালে তরুণ প্রজন্মের মধ্যে যথেষ্টই জনপ্রিয়তা লাভ করেছে অ্যাডভেঞ্চার বিশিষ্ট রয়্যাল ব্যাটেল গেম Garena Free Fire। তবে গেম উদ্যোক্তারা শুধু মাত্র বিভিন্ন ইভেন্টের আয়োজন করে গেমারদের ইন-গেম আইটেম জেতার সুযোগ করে দেয় তা নয়, বিগত কয়েকমাস ধরে গেম প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে প্রতিদিন রিলিজ করা হচ্ছে ফ্রি রিডিম কোড। যা ব্যবহার করে গেমাররা বিভিন্ন ইন-গেম আইটেম যেমন স্কিন, উইপন, ক্যারেক্টার অর্জন করতে পারেন। এর জন্য গেমারদের কয়েকটি সহজ স্টেপ অনুসরণ করলেই হবে। প্রথমেই গেমারদের যেতে হবে ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইটে। সেখানে গিয়ে সঠিক রিডিম কোড এন্টার করলেই গেমাররা জিতে নিতে পারবেন ফ্রি রিওয়ার্ড পয়েন্ট। চলুন দেখে নেওয়া যাক আজকের রিডিম কোডগুলি।

১৪ ফেব্রুয়ারির জন্য গ্যারেনা ফ্রি ফায়ারের রিডিম কোডের তালিকা (Garena Free Fire Redeem Code14 February)

FVB7-H4UQ-625R

3F45-BTYJ-HBI7

V6D5-TERF-45B6

NY2U-KJO9-N8B7

BJ76-5RFE-RFUV

5DSR-QF23-E4RF

GJFE-RITG-8YRH

567P-8UI0-KJ9H

8GFU-YD3S-NI34

IR8F-7D6S-5AQE

D12V-34ER-FUC6

5XS4-RE7D-FE4R

5TJ6-YKIH-98BV

7DS6-I2T3-4H56

7YUI-H8G7-F6DT

SWF3-45TY-HKIB

8V7F-D6ET-G4E8

১৪ ফেব্রুয়ারির জন্য গ্যারেনা ফ্রি ফায়ারের রিডিম কোডের তালিকা (Garena Free Fire Redeem Code14 February)

VBXH-JUS7-6ET4

GB5T-JGU7-V6C5

X4AE-QDC1-V2B3

HR8F-G6ID-E3KR

OF9V-87UY-STGV

VBSJ-UWY-T3GF

VE4R-FHTD-SAQ2

VBJ3-4RTY-HMBF

R45K-6M7U-IOJ9

NB87-UVYF-D7EB

NMRK-FGOI-BYVT

R8AD-QCVI-3B4N

R5TM-YHKN-IU6U

VCYD-TSWF-EV8T

Y4MJ-NKB8-IVUC

Y6DT-SRF4-VE6R

5N67-8YTR-7E62

TG3B-RTJ6-GHT5

গ্যারেনা ফ্রি ফায়ারের কোড রিডিম করার পদ্ধতি (How to redeem Garena Free Fire Codes)

১) কোড রিডিম করার জন্য প্রথমেই আপনাকে গ্যারেনা ফ্রি ফায়ার রিওয়ার্ড ওয়েবসাইটে (https://reward.ff.garena.com/en) যেতে হবে।

২) এরপর Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে৷ খেয়াল রাখবেন গেস্ট অ্যাকাউন্ট থেকে এন্টার করলে রিওয়ার্ড পাওয়া যাবে না।

৩) এবার ওপরে দেওয়া যেকোনো ১২-ডিজিট কোডকে কপি করুন এবং সেটি ওয়েবসাইটের টেক্সটবক্সে গিয়ে পেস্ট করে ‘Continue’ বাটনে ক্লিক করুন।

৩) এখন আপনার স্ক্রিনে একটি ডবল চেক বক্স দেখা যাবে, সেখানে লেখা ‘Ok’ বাটনে ক্লিক করুন। একবার এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলেই, কোডের বেনিফিট আপনার গেমিং অ্যাপে যোগ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, এক্ষেত্রে মনে রাখবেন যে, এই রিডেম্পশন প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর, আপনার ইন-গেম মেলে রিওয়ার্ড আসতে অর্থাৎ আপনার রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করতে ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

সঙ্গে থাকুন ➥