Google Maps ব্যবহারকারীদের জন্য সুখবর, তেল খরচ কমিয়ে গাড়ি চালান মাইলের পর মাইল

Avatar

Published on:

Google Maps Energy Saving Suggestion

সমগ্র বিশ্বের একাধিক মানুষের জন্য Google Maps নেভিগেশন অ্যাপ হিসেবে কাজ করে। সেই কারণে Google তাদের এই অ্যাপে নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত করতে থাকে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে Google “ফুয়েল সেভিং” ফিচার লঞ্চ করে। যদিও, সেই সময় এই ফিচারটি কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের জন্য উপলব্ধ ছিল। তবে এখন এটি ভারতীয় ব্যবহারকারীদের জন্যও উপলব্ধ হল।

কিভাবে কাজ করে এই ফিচারটি?

এই ফিচারটি ব্যবহারকারীর গাড়ির ইঞ্জিনের প্রকারের উপর নির্ভর করে বিভিন্ন রুটের জন্য এনার্জি এফিসিয়েন্সি অনুমান করার ক্ষমতা প্রদান করে। এছাড়াও, এই ফিচারের মাধ্যমে ম্যাপ সর্বোত্তম রুট নির্ধারণ করে রিয়েল টাইম ট্র্যাকিং এবং রাস্তার অবস্থার কথা জানায়।

কিভাবে Google Maps-এ ফুয়েল সেভিং ফিচারটি এনাবল করবেন?

  • এই ফিচারটি এনাবল করার জন্য প্রথমে স্মার্টফোনে গুগল ম্যাপ অ্যাপটি খুলুন।
  • তারপর প্রোফাইল ফটোতে আলতো করে ট্যাপ করুন।
  • এরপর সেটিংস-এ যান এবং সেখানে নেভিগেশনে ক্লিক করুন।
  • এবার স্ক্রল করে রুট অপশনে যান। তারপর ইকো ফ্রেন্ডলি রাউটিং দেখুন।
  • এবার আপনার ইঞ্জিনের ধরনের উপর প্রেস করুন এবং ইঞ্জিন টাইপ সিলেক্ট করুন।

কিভাবে এই ফিচারটি ব্যবহার করবেন?

  • প্রথমে গুগল ম্যাপ অ্যাপ খুলুন। তারপর আপনার গন্তব্য অনুসন্ধান করুন।
  • এবার নিচে বাম দিকে দিক নির্দেশ অপশনে ক্লিক করুন। তারপর নিচের বারের উপর সোয়াইপ করুন এবং প্রেস করুন।
  • তারপর ইঞ্জিনের ধারণ পরিবর্তন করে ইঞ্জিন টাইপ সিলেক্ট করুন। (আপনি যদি হাইব্রিড বা প্লাগ ইন হাইব্রিড গাড়ি চালান তবে হাইব্রিড নির্বাচন করুন)।

গুগল ম্যাপের এই ফিচারটি এআই ব্যবহার করে

গুগলের নেভিগেশন অ্যাপে অন্তর্ভুক্ত এই নতুন ফিচারটি ফুয়েল এবং অর্থ বাঁচানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সহায়তা নেয়। উদাহরণস্বরূপ, নতুন ফিচারটি বোঝার চেষ্টা করে যে, কোনো জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে যে রুট পাঠানো হচ্ছে তা বাধাহীন এবং ভালো। অর্থাৎ, শক্তি সঞ্চয় করার জন্য রাস্তাটি সব থেকে কম সময় নেবে।

সঙ্গে থাকুন ➥