Update: Chrome ইউজারদের জন্য দুঃসংবাদ, বড় পদক্ষেপ নিল Google

Avatar

Published on:

Google removes Chrome Cleanup Tool

অন্যান্য প্ল্যাটফর্মের মতই Google Chrome-ও তার ইউজারদের জন্য প্রায়শই নতুন আপডেট নিয়ে আসে, যাতে ব্রাউজারটিতে আপগ্রেডেড ফিচার যুক্ত হয় কিংবা কোনো সিকিউরিটি ইস্যুর সমাধান হয়। তবে এবার হয়েছে ঠিক উল্টো! লেটেস্ট আপডেটের পর, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ব্রাউজার থেকে একটি গুরুত্বপূর্ণ অপশন রিমুভ করা হয়েছে। সম্প্রতি টেক জায়ান্ট Google ঘোষণা করেছে যে, Chrome 111 আপডেটের পর থেকে আর ‘Chrome Cleanup Tool’ ব্যবহার করা যাবেনা। ফলত এই অ্যাপ্লিকেশনের অনুপস্থিতিতে, Chrome-এর Windows ভার্সন ব্যবহারকারীদের নিজে নিজে অবাঞ্ছিত (পড়ুন আনওয়ান্টেড) সফ্টওয়্যার (UwS) খোঁজা এবং তা রিমুভ করার অভ্যাসে বেশ খানিকটা বাধা পড়বে।

৮ বছরেই থেমে গেল Chrome-এর এই ফিচারের যাত্রা

পাঠকদের বলে রাখি, ক্রোম ক্লিনআপ টুলটি প্রায় ৮ বছর আগে ২০১৫ সালে চালু হয়েছিল যার কাজ ছিল ইউজারদের আনএক্সপেক্টেড সেটিং চেঞ্জ রিকভার, আনওয়ান্টেড সফ্টওয়্যার খোঁজা এবং তা রিমুভ করায় সহায়তা করা। এখনও পর্যন্ত, এই টুলটি ৮০ মিলিয়নেরও বেশি ইস্যু ক্লিনআপ করেছে – টেক জায়ান্টের দাবি অনুযায়ী, বিগত কয়েক বছরে ইউডব্লিউএস (UwS) সম্পর্কে ক্রোম ইউজারদের অভিযোগ হ্রাস পাচ্ছে। গত বছরের ভিত্তিতে এই বিষয়ে মোট অভিযোগের গড় প্রায় ৩ শতাংশ।

সেক্ষেত্রে পরিসংখ্যান দেখেই গুগল, এই টুল রিমুভ করার সিদ্ধান্ত নিয়েছে। আর তাই ক্রোম ১১১ আপডেটের পর, ইউজাররা আর সেফটি চেকের মাধ্যমে ক্রোম ক্লিনআপ টুল স্ক্যানের জন্য অ্যাক্সেস করতে পারবেননা বা উইন্ডোজের সেটিংয়ে (chrome://settings)-এ বিদ্যমান ‘রিসেট সেটিংস অ্যান্ড ক্লিনআপ’ (Reset settings and cleanup) অপশনটি ব্যবহার করতে পারবেননা৷

তবে এই ক্লিনআপ টুল ছাড়াও ইউজাররা ক্রোমে ‘সেফ ব্রাউজিং’-এর সুরক্ষা পাবেন, অর্থাৎ দূষিত সফ্টওয়্যার সম্পর্কে চিন্তার তেমন কোনো কারণ নেই। এক্ষেত্রে ক্রোম ব্যবহারকারীরা chrome://settings/security ওয়েবসাইটে গিয়ে ‘এনহ্যান্সড্ প্রোটেকশন’ (Enhanced protection) অপশন চালু করতে পারেন। সংস্থার ব্লগ পোস্টের ভিত্তিতে বলা যায়, তারা ম্যালওয়্যার ইকোসিস্টেম এবং সেই বিষয়ে ইউজারদের প্রতিক্রিয়া কেমন থাকে তা ক্রমাগত পর্যবেক্ষণ করবে এবং সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে৷

সঙ্গে থাকুন ➥