দেশে বৈদ্যুতিন টু-হুইলারের ব্যবহার ত্বরান্বিত করতে জোট বাঁধলো Hero Electric ও MoEVing

Published on:

আগামী পাঁচ বছরের মধ্যে লাস্ট মাইল ডেলিভারির কাজে ব্যবহৃত ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনে চলা, ১ লক্ষ দু-চাকার গাড়িকে বৈদ্যুতিক গাড়িতে রূপাম্তরিত করার লক্ষ্যে, দেশের অগ্রণী ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড Hero Electric, দিল্লির স্টার্টআপ সংস্থা MoEVing-এর সাথে জোট বাঁধার কথা ঘোষণা করেছে।

এই পার্টনারশিপের অধীনে MoEVing ডেটা এবং অ্যানালিটিক্স মডিউলগুলিতে অ্যাক্সেস সরবরাহ করবে এবং হিরো ইলেকট্রিক প্রযুক্তি, পণ্য এবং পরিষেবার উন্নতিগুলিকে আরও ত্বরান্বিত করতে রিয়েল-টাইম ভিত্তিতে যানবাহন এবং ব্যাটারি পারফরম্যান্স এবং অন্যান্য রক্ষণাবেক্ষণের বিষয়ে সহায়তা করবে।

প্রেস রিলিজ অনুযায়ী, ২০২২ অর্থবর্ষের মধ্যেই MoEVing, B2B ই-কমার্স সংস্থা, রিটেল, থার্ড পার্টি লজিটিক্স, FMCG কোম্পানির লাস্ট মাইল ডেলিভারির জন্য তার টেকনোলজি প্লাটফর্মের মাধ্যমে Hero Electric-এর  ১,০০০ গাড়ি মোতায়েন করবে।

পার্টনারশিপের অধীনে ২০৩০ সালের মধ্যে, Hero Electric ও MoEVing লাস্ট মাইল ডেলিভারির জন্য ব্যবহৃত ১০ লক্ষ টু-হুইলার আইসিই গাড়িকে ইলেকট্রিক গাড়িতে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥