HomeAutomobileHero Electric হল দেশের সবচেয়ে পছন্দের EV ব্র্যান্ড, এক মাসেই বিক্রি করল...

Hero Electric হল দেশের সবচেয়ে পছন্দের EV ব্র্যান্ড, এক মাসেই বিক্রি করল ৭ হাজারের বেশি ইলেকট্রিক স্কুটার

হিরো ইলেকট্রিক (Hero Electric) দেশে ক্রমশই নিজেদের পণ্যের বিক্রি বাড়িয়ে চলেছে। আগামী পাঁচ বছরের মধ্যে ১০ লক্ষ ইউনিট বৈদ্যুতিক স্কুটার বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি।

সম্প্রতি JMK Research and Analytics-এর সমীক্ষায় দেশের ‘সবচেয়ে পছন্দের ইভি ব্র্যান্ড’ (বা most preferred EV brand) হিসেবে পরিচিতি পেয়েছে Hero Electric। এবার নভেম্বর ২০২১-এ নিজেদের ৭,০০০ ইউনিটের বেশি হাই-স্পিড বা উচ্চ-গতিসম্পন্ন ইলেকট্রিক স্কুটার বিক্রির কথা ঘোষণা করল সংস্থাটি। গত বছরের নভেম্বরে এই সংখ্যাটি মাত্র ১,১৬৯ ইউনিট ছিল বলে জানা গেছে। অর্থাৎ গত বছরের নভেম্বরের তুলনায় এ বছরের নভেম্বরে হাই-স্পিড মডেলের ই-স্কুটারের বিক্রিবাটা বৃদ্ধির হার প্রায় ৪৯৯ শতাংশ।

এ বিষয়ে সংস্থার বক্তব্য, সরকারের প্রেরণা মূলক বার্তা পেয়ে ইলেকট্রিক মোবিলিটি ক্ষেত্রে বিশেষ চাহিদা তৈরি হয়েছে, যা বিক্রি বাড়াতে সাহায্য করেছে। পাশাপাশি সংস্থাটি জানিয়েছে গত বছরের তুলনায় এ বছর উৎসবের মরসুমে ইলেকট্রিক ভেহিকেলের অত্যাধিক চাহিদা ছিল। যার ফলে বিক্রির সংখ্যা অনায়াসে ৭,০০০ ইউনিট পেরিয়েছে।

হিরো ইলেকট্রিক (Hero Electric) দেশে ক্রমশই নিজেদের পণ্যের বিক্রি বাড়িয়ে চলেছে। আগামী পাঁচ বছরের মধ্যে ১০ লক্ষ ইউনিট বৈদ্যুতিক স্কুটার বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি। এই প্রসঙ্গে হিরো ইলেকট্রিক জানিয়েছে, ভারতের কার্বন মুক্ত পরিবেশ গড়ার জন্য সংস্থাটি সবসময় কাজ করে চলেছে। একই সাথে প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানো এবং বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাবে তাঁরা। পাশাপাশি দেশে বৈদ্যুতিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আরও বিনিয়োগ করবে হিরো ইলেকট্রিক।

নিজেদের বিক্রির সংখ্যার প্রসঙ্গে সংস্থার সিইও সোহিন্দর গিল (Sohinder Gill) বলেছেন, কোম্পানিটি ভারতে ইলেকট্রিক ভেহিকেল ক্ষেত্রে গতিশীলতা আনবে, এবং দেশের নাগরিকদের বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে আত্মবিশ্বাস গড়ে ওঠার সাক্ষী থাকবে। গিল আরো যোগ করেছেন, সরকারের পদক্ষেপ এবং ক্রেতা-বান্ধব নীতি আগামীতে বিক্রি বাড়াতে সহায়ক হবে।

RELATED ARTICLES

Most Popular