মারাদোনা-মেসির দেশে বাইক ও স্কুটারের ফ্ল্যাগশিপ শোরুম খুলল Hero MotoCorp

Avatar

Published on:

দেশের পর এবার বিদেশও ব্যবসা বাড়াতে তৎপর হয়েছে Hero MotoCorp। আর তাই ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনায় একটি ফ্ল্যাগশিপ ডিলারশিপ উদ্বোধন করলো সংস্থাটি। এই মর্মে Gilera Motors Argentina-র সাথে গাঁটছড়া বেঁধেছে Hero। মারাদোনা-মেসির দেশে নিজেদের উপস্থিতি আরো জোরদার করতেই এই পদক্ষেপ সংস্থার। ল্যাটিন আমেরিকার অন্যতম অটোমোবাইল সংস্থাটি Hero-র সাথে চুক্তিবদ্ধ হওয়ার জেরে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করবে বলে জানা গিয়েছে।

গিলেরা মোটর্স আর্জেন্টিনা, হিরো’র সাথে যৌথভাবে কত টাকা বিনিয়োগ করবে সেই পরিমাণটি গোপন রেখেছে। বিনিয়োগের উদ্দেশ্য সে দেশে অটোমোবাইল শিল্পক্ষেত্রের সম্প্রসারণ। এতে সে দেশে ৫০০-র কাছাকাছি কর্মসংস্থান উৎপন্ন হবে বলে একটি বিবৃতিতে জানিয়েছে হিরো।

এই প্রসঙ্গে হিরোর বিশ্ব বাণিজ্যের প্রধান সঞ্জয় ভান (Sanjay Bhan) জানিয়েছেন, “আমরা আর্জেন্টিনাতে ব্যবসা সম্প্রসারণ করতে পেরে খুবই আপ্লুত। অক্টোবরে গিলেরা মোটর্স আর্জেন্টিনা-র সাথে জোটবদ্ধ হওয়ার পর থেকেই আমাদের ব্যবসায় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যেই আমরা একটি ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করেছে এবং সমগ্র দেশে বিক্রি ও পরিষেবা বাড়ানোর বিষয়ে আমাদের লক্ষ্য স্থির রয়েছে। বিশ্ববাজারের জন্য আসন্ন আমাদের মডেলগুলি যে গ্রাহকদের মন জিতে নেবে, সে বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।”

অন্যদিকে হিরোর সাথে জোটবদ্ধ হওয়ার প্রসঙ্গে গিলেরা মোটর্সের সহ-সভাপতি বলেছেন, “হিরো মোটোকর্প (Hero MotoCorp) হচ্ছে বিশ্বের এক নম্বর মোটরসাইকেল ও স্কুটার প্রস্তুতকারক সংস্থা এবং এটা আমাদের জন্য একটা বিশেষ পার্টনারশিপ। গিলেনা মোটর্স যে নতুন বিনিয়োগ করেছে তার ফলে এদেশে অটোমোবাইল শিল্পে উত্থান আসবে। পাশাপাশি হিরোর অত্যাধুনিক প্রযুক্তির পণ্যগুলি দ্বারা ক্রেতারাও লাভবান হবেন। এক্ষেত্রে Euro 3 ও Euro 4 স্ট্যান্ডার্ডের Xpulse 200 ও Hunk 160R বাইক দুটি নাম নেওয়া যেতে পারে।”

সঙ্গে থাকুন ➥