কোভিড হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে এগিয়ে এল Hero, স্বাস্থ্যকর্মীদের বাইক বা স্কুটার দেওয়ার ঘোষণা

Avatar

Published on:

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্যব্যবস্থা৷ শয্যার অভাবে হাসপাতালে জায়গা না পেয়ে প্রাণ হারাচ্ছে অসংখ্য কোভিড পজিটিভ রোগী৷ আবার অক্সিজেনের অভাবে হাসপাতালের বিছানাতেই রোগীর মৃত্যু খবর গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে৷ এই প্রেক্ষাপটে দেশের বৃহত্তম টু-হুইলার উৎপাদনকারী সংস্থা হিরো মটোকর্প (Hero MotoCorp) হরিদ্বার জেলা প্রশাসন ও মানবসেবায় নিয়োজিত রামকৃষ্ণ মিশন সেবাশ্রম-কে সাহায্যের হাত বাড়িয়ে দিল৷

করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হরিদ্বার রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ১২২ শয্যাবিশিষ্ট একটি কোভিড হাসপাতাল গড়ে তুলেছে৷ এমার্জেন্সি মেডিক্যাল ফেসিলিটি ও র‌্যাপিড রেসপন্স টিমের ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য হিরো হাসপাতালের স্ব্যাস্থ্যসেবা পরিকাঠামো উন্নত করবে৷ এছাড়াও, হরিদ্বারে করোনার প্রকোপ কমাতে হিরো অ্যাকশন প্ল্যান কার্যকর করবে বলে ঘোষণা করেছে৷

আবার ভারতের একাধিক রাজ্যে কর্মরত স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে সুরক্ষিত যাত্রার জন্য হিরো স্কুটার ও বাইক সরবরাহ করার প্রতিশ্রুতিও দিয়েছে৷ হিরো জানিয়েছে যে,তারা হরিয়ানা ও দিল্লির হাসপাতালগুলি কে জরুরি চিকিৎসায় ব্যবহারের জন্য অক্সিজেন সিলিন্ডার দান করেছে। এছাড়াও, তারা স্বাস্থ্যকর্মীদের জন্য বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষকে পিপিই কিটস প্রদান করেছে।

হরিদ্বারের জেলা শাসক সি রবিশঙ্কর (আইএএস) বলেছেন, “আমরা কোভিড -১৯ মহামারী থেকে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় হিরো মটোকর্প কর্তৃক উদ্যোগের প্রশংসা করি। আমি অন্যান্য সংস্থাগুলিকেও অনুরূপ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই যাতে ভাইরাস ও অর্থনৈতিক সমস্যাগুলি রোধে আমাদের প্রচেষ্টা আরও মজবুত হয়৷”

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥