Splendor, Glamour-দের উপর ভর করে ডিসেম্বরে 4.47 লক্ষ টু-হুইলার বিক্রি করল Hero MotoCorp, রপ্তানীতে রেকর্ড

Avatar

Published on:

২০২২-এর ডিসেম্বরের তুলনায় গত ডিসেম্বরে বিক্রি ১২% কমল হিরো মটোকর্প (Hero MotoCorp)-এর। বিশ্বের বৃহত্তম দু’চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি গত মাসে ৩,৯৪,৭৭৩ মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছে। তার মধ্যে ৩,৭৪,৪৮৫টি ভারতে এবং বাকি ২৮,২৮৮ দু’চাকার গাড়ি বিদেশে রপ্তানী হয়েছে।

২০২০-এর ডিসেম্বরে সংস্থার মোট ৪,৪৭,৩৩৫ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি হয়েছিল। অর্থাৎ গত মাসে টু-হুইলার বিক্রিতে ১৪ শতাংশ পতন। ডিসেম্বরে সংস্থার বিক্রিতে তিনটি মডেলের অবদান সবচেয়ে বেশি – Splendor, Passion এবং Glamour। স্কুটারের বিক্রি উল্লেখযোগ্য না হলেও ব্রান্ড ভ্যালু ধরে রেখেছে।

উল্লেখ্য, চলতি অর্থবর্ষে হিরো বিশ্ববাজারে সর্বাধিক টু-হুইলার বিক্রি করেছে বলে ঘোষণা করেছে। গত বছর সংস্থার ২.৮৯ লক্ষ ইউনিট গ্লোবাল মার্কেটে বিক্রি হয়েছিল। ২০২০-এ সংখ্যাটা ছিল ১.৬৯ লক্ষ ইউনিট। সংস্থাটি বর্তমানে দক্ষিণ আফ্রিকা, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান, এবং এশিয়ার কিছু দেশে বাইক ও স্কুটার বিক্রি করে।

এদিকে, চার চাকার গাড়ির বাজারে মিশ্র ছবি। বেশ কিছু সংস্থার যাত্রীবাহী গাড়ি বিক্রি বাড়লেও, কমেছে অনেকেরই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, হুন্ডাই’কে পিছনে ফেলে ভারতের দ্বিতীয় বৃহত্তম যাত্রী গাড়ি প্রস্তুতকারী হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টাটা মোটরস৷ তাদের ৫০% বিক্রি বেড়েছে।

সঙ্গে থাকুন ➥