পশ্চিমবঙ্গ-সহ ছ’টি রাজ্যে ই-স্কুটারের শোরুম খুলল HOP Electric Mobility

Published on:

জ্বালানি তেলের ঝাঁঝালো দামে বিরক্ত হয়ে বিকল্প শক্তি চালিত গাড়ির সন্ধান করছেন গ্রাহকেরা৷ এই পরিস্থিতে স্বল্প খরচে যাতায়াতের মাধ্যম হিসাবে জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক স্কুটার৷ এবার এই ধরনের দু’চাকা গাড়ি নির্মাতা হপ ইলেকট্রিক মোবিলিটি (HOP Electric Mobility) পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং তেলেঙ্গানায় ২৪টি নতুন শোরুমের উদ্বোধন করল৷ সংস্থা জানিয়েছে, সেখানে গ্রাহকরা বৈদ্যুতিক স্কুটার কেনার আগে টেস্ট রাইডের সুযোগ পাবেন৷

এই প্রসঙ্গে সংস্থার ব্যবসা উন্নয়নের প্রধান বিনাশ চৌধুরী (Vinash Choudhary) বলেছেন, “নতুন অভিজ্ঞতা কেন্দ্রগুলি থেকে গ্রাহকরা আমাদের পণ্যগুলি কেনার আগে চালিয়ে পরখ করে নিতে পারবেন।” তিনি আরও বলেন, “এবং আজকে, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার ২৪টি ভিন্ন শহরে ২৪টি নতুন শোরুমের উদ্বোধনের কথা ঘোষণা করতে পেরে আমরা আপ্লুত।”

অন্য দিকে, হপ ইলেকট্রিকের প্রধান ব্যবসা আধিকারিক বিবেক তোমার (Vivek Tomar) বলেন, “আমরা সমগ্র ই-মোবিলিটি ইকোসিস্টেমে উদ্দীপনা আনার লক্ষ্যমাত্রা নিয়েছি। যার মধ্যে রয়েছে ইলেকট্রিক ভেহিকেল, লিথিয়াম আয়ন ব্যাটারি, চার্জিং পরিকাঠামো উন্নয়ন এবং গ্রাহকদের পরবর্তী পরিষেবা প্রদান। আমাদের উদ্দেশ্য স্থিতিশীল উন্নয়ন, উচ্চমানের পণ্য নিয়ে আসার মাধ্যমে পরিবেশে দূষণের মাত্রা কমানো।”

প্রসঙ্গত, এবছর HOP OXO নামে একটি উচ্চগতির ইলেকট্রিক বাইক এবং স্কুটার লঞ্চ করার জন্য কোমর বেঁধেছে HOP Electric। একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে আসন্ন স্কুটার এবং মোটরসাইকেলটির বাস্তবিক রেঞ্জ যথাক্রমে ১৫০ কিমি ও ১২০ কিমি হতে পারে বলে আশা করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥