আগামীকাল থেকে চলবে যাত্রীবাহী ট্রেন, মোবাইলে কিভাবে টিকিট বুক করবেন জেনে নিন

Avatar

Published on:

লকডাউনের মধ্যে গতকাল সরকার যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। আজ বিকাল ৪ টে থেকে ইন্ডিয়ান রেল ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) ওয়েবসাইট এবং রেল কানেক্ট অ্যাপ থেকে টিকিট করা যাবে বলে জানানো হয়েছিল। যদিও সে সময় পরিবর্তন করে সন্ধ্যা ৬ টা করেছে ভারতীয় রেল। আগামীকাল অর্থাৎ ১২ ই মে থেকে ১৫ টি ট্রেন চলাচল করবে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকান্দারবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু তবি রুটে। আসুন জেনে নিই আপনি কিভাবে রেল কানেক্ট অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে টিকিট বুক করবে।

মোবাইলে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি :

  • এর জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং IRCTC Rail Connect অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
  • যখন আপনি অ্যাপটি খুলবেন তখন আপনার কাছ থেকে কিছু পারমিশন চাওয়া হবে।আপনি Allow করবেন।
  • এর পরে যে পেজটি আপনার সামনে আসবে তার মধ্যে আপনি Train Ticket অপশনে ক্লিক করবেন।
  • আপনার যদি আগে থেকে IRCTC এর অ্যাকাউন্ট তৈরী থাকে তবে Log in অপশনে ক্লিক করবেন।নতুন অ্যাকাউন্ট খুলতে চাইলে Sign Up অপশনে ক্লিক করবেন।
  • Sign Up অপশনে ক্লিক করার পর আপনাকে ইউজার আইডি,পাসওয়ার্ড বানাতে হবে।এর পর আপনার ডিটেলস এবং ফোন নাম্বার,ইমেইল আইডি লিখতে হবে।
  • এরপর ফোন নাম্বার এবং ইমেইল আইডিতে one time password আসবে।আপনি পাসওয়ার্ড সাবমিট করার পর আপনার অ্যাকাউন্ট তৈরী হয়ে যাবে।
  • এরপর আপনি আইডি ও পাসওয়ার্ড দিয়ে log in করবেন।
  • এখন আপনাকে Pin Create করার কথা বলা হবে। যদি আপনি ইতিমধ্যেই পিনটি তৈরী করে থাকেন তবে আপনি এই অপশনটি পাবেন না।
  • এরপরে আপনি ট্রেনের টিকিট বুকিং করার জন্য প্রয়োজনীয় তথ্য লিখবেন। নাম,বয়স,ফোন নাম্বার লেখার পর Proceed Payment অপশনে ক্লিক করবেন।আপনাকে পেমেন্ট করার জন্য e-Wallet,Netbanking, Credit/debit, Bhim/UPI এবং Pay on Delivery অপশন দেওয়া হবে।
সঙ্গে থাকুন ➥