আপনার কম্পিউটার বা ল্যাপটপে Windows 11 সাপোর্ট করবে কিনা কীভাবে চেক করবেন

Avatar

Published on:

Microsoft কয়েকদিন আগেই Windows 11 অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে। উইন্ডোজ নির্মাতারটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, সমস্ত Windows 10 চালিত কম্পিউটার নতুন ওএস-এ বিনামূল্যে আপগ্রেড হতে পারবে। যদিও এর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার কনফিগারেশন থাকা আবশ্যক।

আপাতত জানা গেছে, যেসব উইন্ডোজ ১০ চালিত কম্পিউটার বা ল্যাপটপে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ 64-bit x86 ARM প্রসেসর রয়েছে, সেগুলি বিনামূল্যে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে আপগ্রেড হতে পারবে। কিন্তু আপনি যদি না জেনে থাকেন কোন প্রসেসর আপনি ব্যবহার করেন এবং আপনার ডিভাইসে কত জিবি র‌্যাম রয়েছে, তাহলেও আপনাকে সাহায্য করতে হাজির মাইক্রোসফট। তারা কোন কোন ডিভাইসে উইন্ডোজ ১১ সাপোর্ট করবে, তা চেক করার জন্য Windows PC Health Check সফটওয়্যার নিয়ে এসেছে।

কম্পিউটার বা ল্যাপটপে Windows 11 সাপোর্ট করবে কিনা কীভাবে চেক করবেন

১. আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ১১ সাপোর্ট করবে কিনা জানতে, প্রথমে- Windows 11 ওয়েবসাইটে যান।

২. এরপর ওয়েবপেজের নিচের দিকে ‘Check For Compatibility’ সেকশনে যান‌

৩. এবার ‘Download App’ বাটনের ওপর ক্লিক করুন। এখন Windows PC Health Check সফটওয়্যার ডাউনলোড হবে।

৪. সফটওয়্যার ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করুন।

৫. ইনস্টল সমাপ্ত হলে ‘Open Windows PC Health acheck’ অপশন চেক করুন এবং ‘Finish’ এর ওপর ক্লিক করুন।

৬. এবার Windows 11 এর ব্যানারের নিচে ‘Check Now’ বাটনে ক্লিক করুন এবং জেনে নিন আপনার কম্পিউটার বা ল্যাপটপে Windows 11 অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে কিনা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥