রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়া আধার কার্ড ডাউনলোডের পদ্ধতি জেনে নিন

Avatar

Published on:

রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়া আধার কার্ড ডাউনলোড: বর্তমান সময়ে সকল ভারতীয় নাগরিকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল আধার কার্ড (Aadhaar Card)৷ স্কুলে ভর্তি থেকে শুরু করে, সরকারি বিভিন্ন সুযোগসুবিধা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সবক্ষেত্রেই আধার কার্ড এখন একান্ত আবশ্যক। তাই UIDAI কর্তৃক জারি করা এই অনন্য বায়োমেট্রিক পরিচয়পত্রটি সকল ভারতবাসীর কাছে থাকা অত্যন্ত জরুরি। কিন্তু এতদিন এই গুরুত্বপূর্ণ নথি রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়া ডাউনলোড করা যেত না। তবে এখন নিবন্ধিত (রেজিস্টার্ড) মোবাইল নম্বর ছাড়াই খুব সহজে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI), মোবাইল নম্বর নিবন্ধন না করা ব্যক্তিদের সহায়তা করার জন্য এই কথা ঘোষণা করেছে। কিন্তু এখন কোনো রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই নীচে উল্লিখিত স্টেপগুলি অনুসরণ করে আপনি অনলাইনে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।

রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়া আধার কার্ড ডাউনলোডের পদ্ধতি

• মোবাইল নম্বর রেজিস্টার্ড না থাকলেও আধার কার্ড ডাউনলোড করতে হলে প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং ‘MY AADHAAR’-এ ট্যাপ করুন।

• তারপরে আপনাকে ‘Order Aadhaar Reprint ‘-এ ক্লিক করতে হবে।

• এরপর আপনাকে ১২ ডিজিটের আধার নম্বর এন্টার করতে হবে। আপনি আধার নম্বরের পরিবর্তে ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর (VID) এন্টার করতে পারেন।

• এই ধাপটি পর্যন্ত কাজ করা সম্পন্ন হয়ে গেলে, আপনাকে ক্যাপচা কোড এন্টার করতে বলা হবে।

• এখন আপনি যদি রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়া আধার কার্ডটি ডাউনলোড করতে চান তবে ‘My Mobile number is not registered’ বিকল্পটিতে ক্লিক করুন।

• তারপরে আপনাকে আপনার বিকল্প নম্বর (alternate number) বা অনিবন্ধিত মোবাইল নম্বর এন্টার করতে হবে।

• এখন ‘Send OTP’-তে ক্লিক করুন এবং তারপরে আপনার এন্টার করা বিকল্প নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে।

• এরপর ‘Terms & Conditions’ চেকবক্সে ক্লিক করে ‘Submit’-এ ক্লিক করতে বলা হবে।

• আপনাকে এখন একটি নতুন পেজে পুনঃনির্দেশিত (রিডাইরেক্ট) করা হবে।

• রিপ্রিন্টিংয়ের ভেরিফিকেশনের জন্য আপনি এখানে ‘Preview Aadhaar Letter’ বিকল্পটি পাবেন।

• তারপরে আপনাকে ‘Make Payment’ বেছে নিতে হবে।

• এখন আধার কার্ড প্রিন্ট আউট করার জন্য ডিজিটাল সিগনেচার আপলোড করতে হবে।

• এবার আপনি আপনার মোবাইল নম্বরে একটি এসএমএস পাবেন যেখানে আবেদনের নম্বর উল্লেখ থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥