ফেসবুক ও টুইটারের ভিডিও অটো প্লে কিভাবে বন্ধ করবেন, বাঁচান আপনার ইন্টারনেট ডেটা

Published on:

আজকাল স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহুর্ত চলে না। আনলিমিটেড ইন্টারনেটের জমানা চলে আসায় সব সময় নিত্য নতুন মনোরঞ্জনের যোগান দেয় এই স্মার্টফোন। কিন্তু দুঃখের বিষয়, আনলিমিটেড বলা হলেও সব ইন্টারনেট প্যাকেরই একটা লিমিট থাকে। সেই লিমিট সময়ের আগে শেষ হয়ে গেলে, স্মার্টফোন দিয়ে বিশেষ কিছু করা যায় না। এই পরিস্থিতি যাতে না আসে তার জন্যই কিছু টিপস্ নিয়ে এসেছি আমরা।

Facebook ও Twitter-এর মতো সোশ্যাল মিডিয়া চালানোর সময় হয়তো লক্ষ্য করে থাকবেন টাইমলাইনের ভিডিয়োগুলি নিজে নিজেই চলতে শুরু করে। এর ফলে অযথা অনেক ইন্টারনেট খরচ হয়। এছাড়া অনেক সময় অপ্রয়োজনীয় এবং হিংসাত্মক ভিডিও হঠাৎ চলতে শুরু করার ফলে আমাদের মনের উপর খারাপ প্রভাব পড়ে। এই সমস্ত পরিস্থিতি যাতে না আসে তার জন্য আপনার Facebook ও Twitter-এ ভিডিও -র অটো-প্লে আজই বন্ধ করে দিন। তাহলে চলুন আমরা এবার দেখে নিই কিভাবে ধাপে ধাপে ফেসবুক ও টুইটারের ভিডিও অটো-প্লে বন্ধ করা যাবে।

ফেসবুকে অটো ভিডিও প্লে কিভাবে বন্ধ করবেন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১. ফেসবুকের উপরে ডানদিকে অবস্থিত ড্রপডাউন মেনুতে যান।
২. এরপর ড্রপডাউন মেনুতে Setting & Privacy অপশনের Setting অপশনে যান।
৩. এবার Setting অপশনের Media and contacts অপশনে যান।
৪. এরপর Autoplay অপশন দেখতে পাবেন। ওখানে গিয়ে Never Autoplay videos অন করুন।

iOS ব্যবহারকারীরা নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১. প্রথমে Facebook-এর মেনু অপশনে যান।
২. মেনু পেজের নীচে Setting and privacy অপশন পাবেন। ওখান থেকে Setting অপশনে যান।
৩. এরপর Media and contacts অপশনে যান। এরপর ভিডিও আর ফটো অপশন বেছে নিন।
৪. এরপর Autoplay অপশন দেখতে পাবেন যেখান থেকে অটো ভিডিও প্লে বন্ধ করা যাবে।

Twitter ভিডিও অটো প্লে কিভাবে বন্ধ করবেন

যদি আপনি Twitter-এর অ্যান্ড্রয়েড বা iOS অ্যাপ ব্যবহার করেন, তাহলে মেনু অপশনে যান। এরপর Setting and privacy অপশনে যান। এরপর Data Usage অপশন বেছে নিন। এরপর Autoplay সেটিংসে ক্লিক করুন। ব্যস এটুকুই।

এইভাবে আপনি টাইমলাইনে ভিডিও-র অটো-প্লে বন্ধ করতে পারবেন এবং বাঁচাতে পারবেন নিজের মূল্যবান ইন্টারনেট প্যাক।

সঙ্গে থাকুন ➥