INDIA vs PAKISTAN Dream11 Prediction: ভারত ও পাকিস্তান ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেট টিম দেখুন

Published on:

IND vs PAK Dream11 Prediction Asia Cup 2022

IND vs PAK Dream11 Prediction: যারা আজকের ভারত বনাম পাকিস্তান ড্রিম ১১ টিম, ফ্যান্টাসি ক্রিকেট টিপস, প্লেয়িং ১১, পিচ রিপোর্ট খোঁজ করছেন তারা প্রতিবেদনটি পড়ুন (Fantasy Cricket Tips, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of Asia Cup 2022 match between India and Pakistan)

ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২২ ম্যাচ (IND vs PAK Asia Cup 2022 Match Preview)

আজ এশিয়া কাপ ২০২২ এর সুপার ফোর রাউন্ডে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। দুবাইয়ের পেস ফ্রেন্ডলি মাঠে আজকের খেলা হবে। গত রবিবার এই দুই টিম যখন মুখোমুখি হয়েছিল, তখন শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা ছিল এবং ভারত ম্যাচটি জিতে নিয়েছিল।

ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২২ ম্যাচ পিচ রিপোর্ট (IND vs PAK Asia Cup 2022 Match Pitch Report)

দুবাই ক্রিকেট স্টেডিয়ামে গড়ে ১৬০-১৭০ রান হয়। ফলে আমরা পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বলতে পারিনা। এখানে পেসাররা যথেষ্ট সুবিধা পায়। কারণ বল মুভ করা থেকে অতিরিক্ত বাউন্সও উইকেট থেকে আদায় করে নেওয়া যায়। দুবাইয়ের স্ট্রেট বাউন্ডারি ছোট, যা ব্যাটারদের বাড়তি সুবিধা দেয়।

ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ম্যাচ সম্ভাব্য একাদশ (IND vs PAK Asia Cup 2022 Match Probable XIs)

ভারত: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সুরিয়া কুমার যাদব, ঋষভ পান্ত/ দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান/আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং

পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, হাসান আলি, নাসিম শাহ

ভারত বনাম পাকিস্তান ড্রিম ১১ টিম (IND vs PAK Dream11 Team)

উইকেট রক্ষক – মোহাম্মদ রিজওয়ান

ব্যাটসম্যান – রহিত শর্মা, সুরিয়া কুমার যাদব, বিরাট কোহলি ও ফখর জামান

অলরাউন্ডার – হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান

বলার – ভুবনেশ্বর কুমার, নাসিম শাহ ও আরশদীপ সিং

ভারত বনাম পাকিস্তান ফ্যান্টিসি ক্রিকেট টিম ক্যাপ্টেন ও ভিসি (IND vs PAK Fantasy Cricket Captain, VC)

অধিনায়ক: হার্দিক পান্ডিয়া বা মোহাম্মদ রিজওয়ান

সহ অধিনায়ক: মোহাম্মদ নওয়াজ বা শাদাব খান

সঙ্গে থাকুন ➥