স্বাধীনতা দিবস ২০২০: ১৫ আগস্টে হোয়াটসঅ্যাপে বিশেষ স্টিকার পাঠিয়ে শুভেচ্ছা জানান

Avatar

Published on:

মেসেজিং প্ল্যাটফর্ম হিসাবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। যেকোনো ইভেন্ট বা বিশেষ দিনে আমরা এখন WhatsApp এর মাধ্যমেই শুভেচ্ছা পাঠিয়ে থাকি। আজ ৭৪ তম স্বাধীনতা দিবস। যদিও অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই আলাদা। এবছর আমরা বাইরে গিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছিনা। তাই একে অপরকে শুভেচ্ছা বা দেশপ্রেমের মেসেজ পাঠানোর জন্য এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ আমাদের কাছে সেরা মাধ্যম। আপনি WhatsApp এর মাধ্যমে স্বাধীনতা দিবসের stickers এবং GIFs ডাউনলোড করে আপনার পরিচিত কে পাঠাতে পারেন। তাহলে চলুন জেনে নিই অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোন ব্যবহারকারীরা কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্টিকার ডাউনলোড করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে পারবেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারী :

১ . প্রথমে আপনার ফোনের হোয়াটসঅ্যাপটি খুলুন এবং স্মাইলি আইকনে ক্লিক করে স্টিকার প্যাকে যান।
২ . এরপর GIF বাটনের পাশে স্টিকার আইকন দেখতে পাবেন।
৩ . এবার স্টিকার আইকনে ক্লিক করলে স্টিকার স্টোর খুলে যাবে।
৪ . এরপর আপনাকে স্ক্রল করে নিচে এসে ‘Get More Stickers’ অপশনে ক্লিক করতে হবে।
৫ . যেইমাত্র আপনি গেট মোর স্টিকারে ক্লিক করবেন, আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে।
৬ . এখানে আপনি অনেক ধরণের স্টিকার দেখতে পাবেন, তারমধ্যে থেকে আপনি Independence Day স্টিকার বেছে নেবেন।
৭ . Independence Day স্টিকার ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটা ওপেন করে ‘Add to WhatsApp’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি স্টিকার বন্ধু বা পরিবারের লোকজনকে পাঠাতে পারবেন।

আইওএস ব্যবহারকারী :

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন স্টিকার ডাউনলোডের কোনো অ্যাপ স্টোর নেই। তবে কেউ আপনাকে Independence Day এর স্টিকার পাঠালে আপনি বন্ধুদেরকে পাঠাতে পারবেন।

১ . Independence Day এর স্টিকারটিকে প্রথমে ফেভারিট হিসাবে মার্ক করে রাখতে হবে। তারপর সেটিকে সবাইকে পাঠাতে পারবেন।
২ . মার্ক করতে হলে স্টিকারের উপর কিছুক্ষন চেপে রাখতে হবে তারপর স্টার অপশনের উপর ট্যাপ করতে হবে।
৩ . ট্যাপ করার পর আপনাকে টেক্সট বারে স্টিকার অপশনে ক্লিক করতে হবে। এখানে ফেভারিট স্টিকার পেয়ে যাবেন।

সঙ্গে থাকুন ➥