নতুন উপায়ে অনলাইন প্রতারণা, শুরুতে হাজার পাঠিয়ে ফের চুরি করে নিল লাখ টাকা, সতর্ক হয়ে যান

Avatar

Published on:

Instagram Online Job Scam

আমরা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্মে অনলাইন পার্টটাইম চাকরির একাধিক বিজ্ঞাপন দেখে থাকি। তবে জানেন কি বেশির ভাগ ক্ষেত্রেই এই বিজ্ঞাপনগুলি প্রতারণামূলক হয়ে থাকে। বর্তমানে এই বিজ্ঞাপনে বিশ্বাস করে একাধিক মানুষ প্রতারণার স্বীকার হচ্ছেন। আর এই ভাবেই প্রতারকরা অনলাইন আয়ের প্রলোভন দেখিয়ে ব্যাঙ্ক ডিটেলস সংগ্রহ করে চুরি করছে ব্যবহারকারীদের কষ্টার্জিত টাকা।

কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে এক মহিলা সফটওয়্যার প্রফেশনাল ইনস্টাগ্রামে অনলাইন পার্টটাইম চাকরির বিজ্ঞাপন দেখেন। তারপর সেই কাজ সম্পর্কে আরও জানার জন্য বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করে তিনি কয়েক লক্ষ টাকা হারান। আজকাল এই মহিলার মত অনেকেই এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন, তাই এই রকম প্রতারণামূলক বিজ্ঞাপন এড়িয়ে চলা উচিত।

কিভাবে প্রতারণার শিকার হন মহিলাটি?

ওই মহিলা নিকটবর্তী থানায় এই প্রতারণার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি সেখানে জানান, ইনস্টাগ্রামে “আপনিও উপার্জন করতে পারেন” এই ট্যাগ লাইনের একটি বিজ্ঞাপন দেখে অতিরিক্ত উপার্জনের লোভে পড়ে সেই বিজ্ঞাপনে দেওয়া ৯৮৯৯১৮৩৬৮৯ হোয়াটসঅ্যাপ নম্বরে “আই এম ইন্টারেস্টেড” লিখে পাঠান। তিনি জানান, এরপর তাকে টেলিগ্রামে @khannika9912 নামের অ্যাকাউন্টে যুক্ত হওয়ার জন্য বলা হয়।

এরপর টেলিগ্রামে প্রতারকের সঙ্গে কথা বলার পর ওই মহিলাকে কিছু টাকা বিনিয়োগ করতে বলা হয়, এই বিনিয়োগের বিনিময়ে ৩০ শতাংশ রিটার্নের দাবিও করা হয়। এই অফারটি পাওয়ার জন্য ওই মহিলা গুগল পে অ্যাপের মাধ্যমে স্ক্যামারের ইউপিআই আইডিতে ৭০০০ টাকা ট্রান্সফার করে এবং প্রতিশ্রুতি অনুসারে ৯১০০ টাকা ফেরত পায়। আর এই ভাবেই প্রতারকরা ওই সফটওয়্যার কর্মীর বিশ্বাস অর্জনে সক্ষম হয়।

কখন সন্দেহ হয় ওই মহিলার?

এরপর প্রতারকের ইউপিআই আইডিতে ২০ হাজার টাকা পাঠানোর পর তাকে বলা হয় অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে এবং কোন টাকা আসেনি। এরপরও তিনি প্রতারকদের বিশ্বাস করে অতিরিক্ত লাভের লালসায় ১০,৫০,৫২৫ টাকা ট্রান্সফার করেন। কিন্তু এবার কোনো টাকা ফেরত না পেলে তার সন্দেহ হয় এবং তিনি তৎক্ষণাৎ স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করলেও এখনো প্রতারকদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এই ঘটনার পর প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবহারকারীদের প্রতারণা থেকে বাঁচতে এই ধরনের বিজ্ঞাপনগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥