HomeTech News৬ হাজার টাকা পর্যন্ত ছাড়, iQOO 9, iQOO Neo 6, iQOO Z...

৬ হাজার টাকা পর্যন্ত ছাড়, iQOO 9, iQOO Neo 6, iQOO Z সিরিজ সস্তায় কেনার সুযোগ দিচ্ছে Amazon

সেলের অংশ হিসাবে ব্র্যান্ডটি নতুন লঞ্চ হওয়া iQOO 9 সিরিজ, iQOO Neo 6 এবং iQOO Z সিরিজের ডিভাইসগুলির ওপর বেশ কিছু অফার ঘোষণা করেছে

আইকো (iQOO) তাদের ভারতীয় ফ্যানদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ চমক! জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)-এ শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী “আইকো ডেজ” (iQOO Days) সেল। সীমিত সময়ের এই সেলের অংশ হিসাবে ব্র্যান্ডটি নতুন লঞ্চ হওয়া iQOO 9 সিরিজ, iQOO Neo 6 এবং iQOO Z সিরিজের ডিভাইসগুলির ওপর বেশ কিছু অফার ঘোষণা করেছে। সেলটি অ্যামাজন ইন্ডিয়া-এর সাইটে আগামী ১৮ জুন পর্যন্ত চলবে। এই সেলে এসবিআই এবং আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ডধারীদের ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। পাশাপাশি পাওয়া যাবে অ্যামাজন কুপনের সাথে ২,০০০ টাকা পর্যন্ত ছাড়, এক্সচেঞ্জ অফার এবং নো কস্ট ইএমআই (EMI) অপশন। চলুন iQOO Days সেলের সমস্ত ডিল এবং ডিসকাউন্টগুলি দেখে নেওয়া যাক৷

Amazon-এ শুরু হল পাঁচ দিনব্যাপী iQOO Days Sale

কয়েক সপ্তাহ আগে ভারতে লঞ্চ হয় আইকো নিও ৬ হ্যান্ডসেটটি। এই ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয় ৩৩,৯৯৯ টাকা। তবে এখন সেলে সকল ব্যবহারকারীদের জন্য ১,০০০ টাকার ডিসকাউন্ট কুপন এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড হোল্ডারদের জন্য আরও ৩,০০০ টাকার সরাসরি ছাড় সহ সর্বমোট ৪,০০০ টাকা ছাড় দিয়ে আইকো নিও ৬ হ্যান্ডসেটটি (৮ জিবি +১২৮ জিবি) মাত্র ২৫,৯৯৯ টাকায় কেনা যাবে। নিও ৬-এ ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট সহ ই৪ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ইউনিট রয়েছে।

অন্যদিকে, যারা ফ্ল্যাগশিপ ডিভাইসের সন্ধানে রয়েছেন, তাদের জন্য iQOO Neo 9 Pro ফোনটি ৬,০০০ টাকা ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে, যার মধ্যে রয়েছে ২,০০০ টাকার অ্যামাজন কুপন এবং আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ডের সাথে ৪,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড়৷ iQOO 9 বেস মডেলটিও অ্যামাজনে ৬,০০০ টাকা ছাড়ের সাথে উপলব্ধ।

আবার iQOO Z6 Pro 5G-এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি ২১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে, যার মধ্যে ১,০০০ টাকা অ্যামাজন কুপন এবং এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ১,০০০ টাকা ছাড় রয়েছে৷ এদিকে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে iQOO 9 SE-এর ওপর ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে৷ iQOO Z5 5G এবং iQOO 7 5G ফোনগুলিও এসবিআই ক্রেডিট কার্ড অফারের জন্য যোগ্য৷

RELATED ARTICLES

Most Popular