HomeTech Newsলঞ্চের আগেই ফাঁস iQOO V2143A এর সমস্ত স্পেসিফিকেশন, জেনে নিন বিশেষত্ব

লঞ্চের আগেই ফাঁস iQOO V2143A এর সমস্ত স্পেসিফিকেশন, জেনে নিন বিশেষত্ব

4G LTE সাপোর্ট সহ iQOO এক এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি শুরু করে দিল। খুব সম্প্রতি এটি চীনের TENAA সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে স্পট করা হয়েছে। TENAA লিস্টিং থেকে iQOO V2143A মডেল নম্বরের এই স্মার্টফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের পাশাপাশি ছবি সামনে এসেছে। যদিও ডিভাইসটির মার্কেটিং নাম জানা যায়নি। তবে চাইনিজ মার্কেটে এটি IQOO U সিরিজের হ্যান্ডসেট হিসেবে আসবে বলে আমাদের অনুমান। iQOO V2143A-এর স্পেসিফিকেশন এবার জেনে নেওয়া যাক।

iQOO V2143A : স্পেসিফিকেশন

iQOO V2143A স্মার্টফোনে রয়েছে 6.51 ইঞ্চি TFT ডিসপ্লে যা HD+ (720×1600 পিক্সেল) রেজোলিউশন অফার করবে। আসপেক্ট রেশিও 20:9 হওয়ার জন্য ডিসপ্লেতে ওয়াটারড্রপ নচ রয়েছে বলে ধরে নেওয়া যায়। আকৃতিতে ডিভাইসটি 164.41×76.32×8.41 মিমি এবং ওজন 191.4 গ্রাম।

প্রসঙ্গত, স্মার্টফোনটি গত সপ্তাহে 3C সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। সেখান থেকে জানা যায়, এটি 4,910mAh ব্যাটারি সহ আসবে। যদিও ব্যাটারিটি 5,000mAh ক্যাপাসিটি হিসাবে মার্কেটিং করা হবে, সাথে থাকবে 18W চার্জার। সফটওয়্যারের দিক থেকে iQOO V2143A চলবে থাকবে Android 11 ভার্সনে।

প্রসেসিং টাস্কের জন্য iQOO V2143A স্মার্টফোনে 2.0Ghz অক্টা কোর চিপসেট ব্যবহার করা হবে। ফোনে প্রসেসর কে সরবরাহ করছে, Qualcomm না MediaTek, তা জানা যায়নি। ফোনটি চীনে 4 জিবি/ 6 জিবি/ 8 জিবি র‌্যাম ও 64 জিবি / 128 জিবি স্টোরেজ অপশনে আসতে পারে। সেইসঙ্গে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানোর সুবিধা থাকবে।

iQOO V2143A স্মার্টফোনের ডান দিকে ভলিউম ও পাওয়ার বাটন আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পাওয়ার বাটনে এম্বেড করা। ডিভাইসটির সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে 13+5 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।

যেহেতু TENAA ও 3C-এর মতো দু’টি গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র iQOO V2143A পেয়ে গেছে। তাই স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

RELATED ARTICLES

Most Popular