বর্ধিত ওয়ারেন্টি সহ MY22 Z650RS ও MY22 Ninja 1000SX ক্রেতাদের বিশেষ সুবিধা দেবে Kawasaki

Avatar

Published on:

Kawasaki MY22 Z650RS ও MY22 Ninja 1000SX মোটরসাইকেল দুটি কে-কেয়ার (K-CARE) প্যাকেজের আওতাধীন করার কথা ঘোষণা করা হল। এই প্যাকেজের অধীনে যেমন ওয়ারেন্টি বর্ধিত করা যাবে, পাশাপাশি ৪ বছরের বার্ষিক রক্ষণাবেক্ষণের কন্ট্রাক্ট থাকবে এতে। ‘স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি’র বর্ধিত রূপই হল এই ‘এক্সটেন্ডেড ওয়ারেন্টি’।

Kawasaki-র অন্যান্য টু-হুইলার যেমন MY21 Ninja ZX-10R, MY22 Z650, MY22 Ninja 300, MY22 Z900, MY22 Vulcan S ও MY22 Versys 1000 – এগুলিতেও উপলব্ধ রয়েছে এই K-CARE প্যাকেজ।

কাওয়াসাকি-র যেকোনো ডিলারশিপ থেকেই গ্রাহকরা এই K-CARE-এর পরিষেবা পাবেন। এমনকি কোনো গ্রাহক যদি নিজের বাইকটি অন্য কারোর কাছে বিক্রি করেন, তবে সেই ব্যক্তিও এই পরিষেবার আওতাধীন বলে জানিয়েছে সংস্থাটি।

প্রসঙ্গত, সম্প্রতি Kawasaki MY22 Z650RS ও MY22 Ninja 1000SX মোটরসাইকেল দুটি ভারতের বাজারে লঞ্চ হয়েছে। যেখানে Z650RS গত মাসের শুরুতেই এসেছে। অন্যদিকে Ninja 1000SX বাইকটিকে তার কিছুদিন বাদেই দেশীয় বাজারে এনেছিল সংস্থাটি। এই নতুন লিটার-ক্লাস স্পোর্টস টুরার মোটরবাইকটির ভারতের বাজারে দাম ১১.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ইতিমধ্যেই এদের বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে এবং আগামী মাস থেকেই বাইকগুলি ডেলিভারি দেওয়া শুরু করবে Kawasaki।

সঙ্গে থাকুন ➥