লঞ্চের আগে ফাঁস কাওয়াসাকি নিনজা ৩০০ বিএস৬ এর ইঞ্জিনের তথ্য

Avatar

Published on:

শীঘ্রই বাজারে পা রাখবে Kawasaki Ninja 300-র BS6 ভার্সন। কোম্পানির তরফে ইতিমধ্যেই আসন্ন বাইকটির টিজার প্রকাশ করা হয়েছে। যেখান থেকে ভারতে কাওয়াসাকির সবচেয়ে জনপ্রিয় মোটরবাইকটি কী কী কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে তা জানা গেছে। সম্প্রতি আরেকটি টিজারে কাওয়াসাকি নিশ্চিত করলো, BS6 মাপকাঠি মেনে নিনজা ৩০০ বাইকটির ইঞ্জিন আপগ্রেড হলেও, BS4 মডেলের মতোই এর পাওয়ার আউটপুট হবে। অর্থাৎ, পাওয়ার হ্রাস বা বৃদ্ধি কোনোটাই নতুন মডেলে দেখতে পাওয়া যাবে না।

কাওয়াসাকির ঘোষণামতো, Ninja 300 BS6 মোটরবাইকের ২৯৬ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন, সর্বাধিক ৩৯ পিএস পাওয়ার জেনারেট করতে পারবে। ইঞ্জিন স্পেসিফিকেশন ছাড়াও কাওয়াসাকি বলেছে মোটরবাইকটি তিনটি কালার অপশনে আসবে- লাইম গ্রিন/ইবোনি, ইবোনি, এবং KRT (Kawasaki Racing Team) গ্রাফিক্সের সঙ্গে লাইম গ্রিন। KRT গ্রাফিক্সে মূলত লাইম গ্রিন, হোয়াইট, এবং ব্ল্যাক কালারের সংমিশ্রণ থাকবে৷ এছাড়াও, এই কালার স্কিমে বাইকের শরীর জুড়ে রেড হাইলাইট চোখে পড়বে।

স্টাইল এবং হার্ডওয়্যারের ক্ষেত্রেও নিনজা ৩০০ বিএস-৬ বাইকটির যাবতীয় বৈশিষ্ট্য এর বিএস-৪ ভার্সনের মতো হবে। সেই অনুযায়ী, বাইকটির সামনে টুইন-পড হেটলাইট, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এগজস্ট পাইপের ওপর ক্রোম হিটশিল্ড থাকবে। বাইকটির দু’চাকাতে ডিস্ক ব্রেক দেখা যাবে। সঙ্গে থাকবে ডুয়াল-চ্যানেল এবিএস।

প্রসঙ্গত, প্রাথমিকভাবে সূত্রের খবর ছিল, কাওয়াসাকি পূর্ববর্তী মডেলের তুলনায় নিনজা ৩০০ বিএস-৬ মোটরসাইকেলটিকে আরও সস্তায় লঞ্চ করবে। যদিও সেই ধারণা সঠিক নয়, কারণ নতুন রিপোর্ট বলছে, কাওয়াসাকি আপকামিং বাইকটির এক্স-শোরুম দাম ৩.২০ লক্ষ টাকার কাছাকাছি রাখবে। উল্লেখ্য, এর বিএস-৪ মডেলটি ভারতে ২.৯৮ লক্ষ (এক্স-শোরুম, দিল্লি) টাকায় বিক্রি হত।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥