HomeTech NewsKawasaki Z650RS Anniversary Edition মডেল ভারতে লঞ্চ হল, বাজারে মাত্র কুড়িটি মিলবে

Kawasaki Z650RS Anniversary Edition মডেল ভারতে লঞ্চ হল, বাজারে মাত্র কুড়িটি মিলবে

Kawasaki Z650RS-এর একটি স্পেশ্যাল এডিশন মডেল ভারতে পা রাখল। আজ কাওয়াসাকি নিও-রেট্রো মোটরসাইকেলটির 50th Anniversary Edition দেশের বাজারে লঞ্চের ঘোষনা করেছে। Kawasaki Z650RS 50th Anniversary Edition-এর দাম রাখা হয়েছে ৬.৭৯ লক্ষ টাকা। স্ট্যান্ডার্ড মডেলের চেয়ে দাম মাত্র ৭,০০০ টাকা বেশি। অতিরিক্ত মূল্যে আপনি পেয়ে যাচ্ছেন লাল হাইলাইটের সাথে বাদামী রঙের ইউনিক কালার স্কিম, এক্সক্লুসিভ লোগো, এবং টেক্সচারড লেদার সিট।

Kawasaki Z650RS 50th Anniversary Edition-এর ফুয়েল ট্যাঙ্কের উপরে স্পেশ্যাল ‘Z 50th’ লোগো রয়েছে। গ্রাব রেলে দেওয়া হয়েছে ক্রোম ট্রিটমেন্ট। অ্যালয় হুইলদুটি সোনালী রঙের৷ এছাড়া মোটরসাইকেলটির স্পেসিফিকেশন বা ফিচারে কোনও আপডেট যুক্ত হয়নি।

উল্লেখ্য, ৬৪৯ সিসি প্যারালাল টুইন লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা চালিত Kawasaki Z650RS। এর থেকে ৬৮ পিএস পাওয়ার এবং ৬৪ এনএম টর্ক পাওয়া যায়। মোটরসাইকেলটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক সাসপেনশন, ৩০০ মিমি ফ্রন্ট ডিস্ক, ২২০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক, এবং ডুয়েল চ্যানেল এবিএস-সহ এসেছে।

Kawasaki Z650RS 50th Anniversary Edition-এর বুকিং চালু করা হয়েছে৷ তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভারতের বাজারে কেবলমাত্র কুড়িটি স্পেশ্যাল এডিশন মডেল মিলবে। সে ক্ষেত্রে যারা লিমিটেড এডিশন মোটরসাইকেল সংগ্রহ করতে ভালবাসেন, তাদের বেশি দেরি করা উচিত না বলেই আমরা মনে করি।

RELATED ARTICLES

Most Popular