প্রিমিয়াম স্পেসিফিকেশন সহ লঞ্চ হল Lenovo ThinkBook 14+ এবং ThinkBook 16+ ল্যাপটপ

Avatar

Published on:

চীনা-আমেরিকা ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি সংস্থা Lenovo সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ThinkBook 14+ এবং ThinkBook 16+ নামের দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করলো। প্রসঙ্গত, কিছুদিন পূর্বেই সংস্থাটি ল্যাপটপ দুটির প্রি-অর্ডারের কার্যক্রম চলতি মাসেই শুরু হবে বলে ঘোষণা করেছিল। যাইহোক, ফিচারের কথা বললে, এই ডিভাইস দুটিকে ইন্টেল কোর i5-12500H এবং i7-12700H প্রসেসরের সাথে নিয়ে আসা হয়েছে। আর, জিপিইউ হিসাবে ল্যাপটপের কিছু ভ্যারিয়েন্টে এনভিডিয়া আরটিএক্স ২০৫০ ব্যবহার করা হয়েছে। আবার, ‘ইজি পোর্টাবিলিটি’ বা সহজ বহনযোগ্যতার জন্য এগুলি লাইট অল-মেটালিক বডি সহ এসেছে। যার দরুন ল্যাপটপ দুটি ওজনেও হালকা এবং পুরুত্বও খুব বেশি না। তদুপরি, এগুলিতে LPDDR5 র‍্যাম এবং ৫১২ জিবি PCIe 4.0 SSD পাওয়া যাবে৷ চলুন Lenovo ThinkBook 14+ এবং ThinkBook 16+ -এর দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Lenovo ThinkBook 14+,ThinkBook 16+ দাম

লেনোভো থিঙ্কবুক ১৪+ ল্যাপটপকে চারটি প্রসেসর ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে, i5-12500H প্রসেসর ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৪,৯৯৯ ইউয়ান বা ভারতীয় মূল্যে ৫৯,৬০০ টাকা থেকে। অন্যদিকে, i7-12700H প্রসেসর ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য ৬,০৯৯ ইউয়ান বা প্রায় ৭২,৮০০ টাকা রাখা হয়েছে। আর, i5-12500H + RTX 2050 এবং i7-12700H + RTX 2050 প্রসেসর ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য থাকছে যথাক্রমে ৬,২৯৯ ইউয়ান (প্রায় ৭৫,২০০ টাকা) ও ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৮৩,৫০০ টাকা)।

অপরপক্ষে, থিঙ্কবুক ১৬+ ল্যাপটপ তিনটি প্রসেসর ভ্যারিয়েন্টে উপলব্ধ। সেক্ষেত্রে, i5-12500H প্রসেসর ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৯,৭০০ টাকা) থেকে। আর, i5-12500H + RTX 2050 এবং i7-12700H + RTX 2050 প্রসেসর ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য ৬,২৯৯ ইউয়ান (প্রায় ৭৫,২০০ টাকা) এবং ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৮৩,৫০০ টাকা) ধার্য করা হয়েছে।

স্লিম ও হালকা ওজনের Lenovo ThinkBook 14+ এবং ThinkBook 16+ নোটবুকগুলি চলতি মাসের শেষার্ধ থেকেই চীনে বিক্রির জন্য উপলব্ধ হবে। তবে, ভারত বা গ্লোবাল মার্কেটে এগুলিকে কবে লঞ্চ করা হবে তা এখনো জানা যায়নি।

Lenovo ThinkBook 14+, ThinkBook 16+ স্পেসিফিকেশন

লেনোভো থিঙ্কবুক ১৪+ ল্যাপটপে একটি ১৪ ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিসপ্লে, ২.৮কে (2.8K) রেজোলিউশন, ১৬:১০ এসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০% sRGB কালার গ্যামেট সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এতে, থান্ডারবোল্ট ৪, ইউএসবি টাইপ-সি পোর্ট, এইচডিএমআই ২.১, আরজে৪৫ নেটওয়ার্ক পোর্ট, মাইক্রোএসডি কার্ড রিডার স্লট ইত্যাদি আছে।

অন্যদিকে, থিঙ্কবুক ১৬+ ল্যাপটপ একটি ১৬ ইঞ্চির ডিসপ্লে সহ এসেছে, যার রেজোলিউশন ২.৫কে (2.5K), এসপেক্ট রেশিও ১৬:১০, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং sRGB কালার গ্যামেট ১০০%। এটির ইন্টারফেস অপশনের মধ্যে সামিল রয়েছে, থান্ডারবোল্ট ৪, ইউএসবি টাইপ-সি পোর্ট, এইচডিএমআই ২.১, আরজে৪৫ নেটওয়ার্ক পোর্ট, মাইক্রোএসডি কার্ড রিডার ইত্যাদি। পূর্ববর্তী মডেলের মতো এটিও অল-মেটালিক বডির সাথে এসেছে।

ইন্টারনাল কনফিগারেশনের কথা বললে, উভয় লেনোভো ল্যাপটপেই i5-12500H এবং i7-12700H প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার মধ্যে, i5-12500H চিপসেটে ৪টি বড় কোর+৮টি ছোট কোর আছে। আর, i7-12700H চিপসেটে ৬টি বড় কোর+৮টি ছোট কোর রয়েছে। পরিশেষে, স্টোরেজ হিসাবে Lenovo ThinkBook 14+ এবং ThinkBook 16+ ল্যাপটপে LPDDR5 র‍্যাম ও ৫১২ জিবি PCIe 4.0 SSD পাওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥