লঞ্চের আগে জানুন Micromax IN 1 ও Micromax IN 1a এর দাম ও ফিচার

Avatar

Published on:

Micromax গতকাল নিশ্চিত করেছে তাদের নতুন “IN” সিরিজের স্মার্টফোনের লঞ্চ ডেট। মেড ইন ইন্ডিয়া এই সিরিজ আগামী ৩ নভেম্বর ভারতে লঞ্চ করা হবে। আপাতত এই সিরিজে দুটি ফোন থাকবে – Micromax IN 1 ও Micromax IN 1a। করোনা মহামারীর কারণে এই লঞ্চ ইভেন্ট অনলাইনে অনুষ্ঠিত হবে। মাইক্রোম্যাক্স ইতিমধ্যেই জানিয়েছে, তারা ভারতের জন্যই IN স্মার্টফোন সিরিজে একাধিক স্মার্টফোন লঞ্চ করবে। এমনকি ভারতে চীনা স্মার্টফোনের জনপ্রিয়তা কমানোই তাদের লক্ষ্য। যদিও কোম্পানি এখনও তাদের এই নতুন সিরিজের স্মার্টফোনের স্পেসিফিকেশন জানায়নি। তবে আমাদের সোর্স টিম Micromax IN 1 ও Micromax IN 1a ফোনের কিছু স্পেসিফিকেশন জানতে পেরেছে। আসুন ফোনগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Micromax IN 1 এবং IN 1a এর স্পেসিফিকেশন

এই দুই ফোনেই ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি থাকবে। আবার ফোনগুলি ৫,০০০ এমএএইচ ব্যাটারিরি সাথে আসবে। আবার Micromax IN 1a ফোনে থাকবে ২.৩০ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ থাকবে। এই ফোন ব্লটফ্রি হবে এবং এখানে কোনো বিজ্ঞাপন দেখা যাবেনা।

আবার মাইক্রোম্যাক্স ইন ১এ ফোনের পিছনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেল। এছাড়াও অন্য দুটি ক্যামেরা হল ৫ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

এদিকে Micromax IN 1 ফোনে থাকবে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। ফোনটি ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। আবার এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। এছাড়াও অন্য ক্যামেরাটি হবে ২ মেগাপিক্সেল। সেলফির জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

Micromax IN 1 এবং IN 1a এর দাম

মাইক্রোম্যাক্স ইন ১ এবং ইন ১এ ফোনের সঠিক দাম এখনও জানা যায়নি। তবে মাইক্রোম্যাক্স জানিয়েছে, এই সিরিজের দাম ৭,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার মধ্যে থাকবে।

সঙ্গে থাকুন ➥