এবার গ্রামে গ্রামে ড্রোন ওড়াবে ‘দিদি’, মহিলাদের আত্মনির্ভর করতে বড় উদ্যোগ Modi Cabinet এর

Avatar

Published on:

Modi Govt approves 15000 Drone for Women

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে। যেখানে ১৫,০০০ মহিলা পরিচালিত ‘সেলফ হেল্প গ্ৰুপ’ বা স্ব-সহায়ক গোষ্ঠী (SHG) -কে ড্রোন বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ২০২৩-২৪ এবং ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে ড্রোন বিতরণের কাজ সম্পন্ন করা হবে।

এই প্রকল্প নিয়ে আসার অন্যতম উদ্দেশ্য হল, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে ড্রোনের মাধ্যমে কৃষকদের ‘ফার্মিং ইন্ডাস্ট্রি’ বা কৃষি শিল্পের বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় রেন্টাল সার্ভিস অফার করতে পারে। একই সাথে নিজেদের জীবন ও জীবিকা পদ্ধতিও যাতে উন্নত করতে পারে। প্রসঙ্গত, আগামী চার বছরে এই প্রকল্পের জন্য ১,২৬১ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

নতুন ড্রোন প্রকল্পে মহিলারা আরো স্বনির্ভর হবেন, বাড়বে জীবিকা

এই নতুন প্রকল্প সম্পর্কে একটি সাংবাদিক সম্মেলন চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকার ড্রোন খরচের ৮০% এবং সংশ্লিষ্ট আনুষাঙ্গিক/আনুষঙ্গিক চার্জ নিয়ে সর্বাধিক ৮ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করবে। যাতে এই অতিরিক্ত খরচের বোঝা মহিলা গোষ্ঠীগুলির কাঁধে না চাপে। আবার কৃষকদের রেন্টাল সার্ভিস প্রদানের মাধ্যমে নির্বাচিত ১৫,০০০টি স্ব-সহায়ক গোষ্ঠীর সাথে জড়িত মহিলারা যাতে একটি স্থায়ী ব্যবসা গড়ে তোলার মাধ্যমে বছরে কমপক্ষে ১,০০,০০০ টাকা অতিরিক্ত আয় করতে সক্ষম হয় তাও নিশ্চিত করবে এই প্রকল্প।

জানিয়ে রাখি, গত ১৫ই আগস্ট অর্থাৎ আমাদের দেশের ৭৭তম স্বাধীনতা দিবসের দিন লাল কেল্লায় ভাষণ দেওয়ার সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড্রোন প্রযুক্তির সাহায্যে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করে তোলার কথা বলেছিলেন। এক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী, “ভারতের গ্রামে গ্রামে ২ কোটি লাখপতি দিদি” তৈরি করার টার্গেট নিয়েছেন বলে জানান সেইসময়। একই সাথে, ড্রোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজে উন্নতি ঘটানোর পরিকল্পনাও আলোচনা করেছিলেন মোদী মহাশয়।

ফলত মনে হচ্ছে, দুটি উদ্দেশ্য একত্রে পূরণের জন্য নতুন ড্রোন প্রকল্পটি আজ চালু করা হয়েছে। কেননা দাবি করা হচ্ছে যে, ড্রোনগুলি কৃষিকার্যে সার এবং কীটনাশক স্প্রে করার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। একই সাথে, নরেন্দ্র মোদী দ্বারা ঘোষিত “লাখপতি দিদি” উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা স্ব-সহায়ক গোষ্ঠীর সাথে জড়িত প্রায় ১০ কোটি মহিলাদের বার্ষিক আয় বাড়ানোর বিকল্প প্রদান করবে এই ড্রোন প্ৰকল্প।

প্রসঙ্গত এই নতুন প্রকল্পের অধীনে, মহিলা স্ব-সহায়ক গোষ্ঠীর সদস্যদের পাঁচ দিনের ড্রোন পাইলট প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ বাধ্যতামূলক ভাবে নিতেই হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥