HomeTech NewsMoto G Stylus 5G ট্রিপল রিয়ার ক্যামেরা ও Snapdragon 480 প্রসেসর সহ...

Moto G Stylus 5G ট্রিপল রিয়ার ক্যামেরা ও Snapdragon 480 প্রসেসর সহ লঞ্চ হল

বাজেট স্মার্টফোনে স্টাইলাস পেন! সেইসঙ্গে 5G সাপোর্টও রয়েছে৷ এমনই ফিচারযুক্ত ফোন লঞ্চ করে Motorola (মোটোরোলা) বড় চমক দিল৷ এই নয়া ডিভাইসটির নাম Moto G Stylus 5G (মোটো জি স্টাইলাস ৫জি)৷ বাজেট স্মার্টফোনে 5G কানেক্টিভিটি যুক্ত করার জন্য মোটোরোলা প্রত্যাশামতোই এতে Qualcomm (কোয়ালকম)-এর এন্ট্রি লেভেল 5G প্রসেসর Snapdragon 480 (স্ন্যাপড্রাগন ৪৮০) ব্যবহার করেছে৷ প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে CES 2021 ইভেন্টে Moto G Stylus (2021) কে প্রকাশ্যে আনা হয়েছিল৷ সদ্য লঞ্চ হওয়া Moto G Stylus 5G ওই স্মার্টফোনটির 5G ভার্সন৷ 4G ভার্সনের থেকে একটু বেশি দামে এলেও 5G মডেলে ভিন্ন ডিজাইন, আরও শক্তিশালী ব্যাটারি এবং অ্যান্ড্রয়েডের আপগ্রেডেড ভার্সন (১১) পাওয়া যাবে৷ আসুন এই স্মার্টফোনটির দাম, লভ্যতা, এবং সর্বোপরি স্পেসিফিকেশনের বিষয়ে জেনে নেওয়া যাক৷

Moto G Stylus 5G : স্পেসিফিকেশন

ফোর-জি ভার্সনের মতো মোটো জি স্টাইলাস ফাইভ-জি স্মার্টফোনে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি+ প্লাস ম্যাক্স ভিশন (Max Vision) ডিসপ্লে রয়েছে৷ ফোর-জি ভার্সনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এলেও, মোটোরোলা, ফোনটির ৫জি ভার্সনে ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের কনফিগারেশন রেখেছে৷ সেইসঙ্গে মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা  যাবে৷

ফটোগ্রাফির জন্য মোটো জি স্টাইলাস ৫জি-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান — ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা  + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলের জন্য এতে আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ ডুয়াল ক্যাপচার ফিচারের সাহায্যে মোটো জি স্টাইলাস ৫জি ব্যবহারকারীরা সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে একসাথে ভিডিও রেকর্ড করতে পারবেন৷

মোটো জি স্টাইলাস ৫জি-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে৷ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ফোনের ব্যাক প্যানেলে রয়েছে৷ বিজনেস গ্রেড নিরাপত্তা দেওয়ার জন্য মোটো জি স্টাইলাস ৫জি ফিঙ্কশিল্ড ফর মোবাইল (ThinkShield For Mobile) সিস্টেমের সাথে এসেছে৷

Moto G Stylus 5G : দাম ও লভ্যতা

আমেরিকা যুক্তরাষ্ট্রে Moto G Stylus 5G-এর মূল্য ৩৩৯ ডলার (প্রায় ২৯,০০০ টাকা) ধার্য করা হয়েছে৷ এটি কসমিক এমারেল্ড কালার অপশনে অ্যামাজন এবং আমেরিকাতে মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইটে ক্রয়ের জন্য উপলব্ধ হবে৷ বিক্রি শুরু হবে জুনের ১৪ তারিখ থেকে৷ ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে ফোনটির লঞ্চের বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি৷ তবে মোটোরোলা ভিন্ন ব্র্যান্ডিং সহ Moto G Stylus 5G অন্যান্য দেশের বাজারে লঞ্চ করতে পারে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

RELATED ARTICLES

Most Popular