ব্যাপক চাহিদা, মাত্র ২০ সেকেন্ডের মধ্যে বিক্রি শেষ Moto G8 Power Lite এর

Published on:

মোটোরোলা কয়েকদিন আগেই ভারতে Moto G8 Power Lite লঞ্চ করেছিল। এই ফোনের গতকাল ফ্লিপকার্টে সেল ছিল। এই সেলেই কামাল দেখিয়েছে মোটো জি৮ পাওয়ার লাইট। কোম্পানির দাবি অনুযায়ী, এই ফোনকে মানুষ এতটাই পছন্দ করেছে যে সেল শুরু হওয়ায় ২০ সেকেন্ডের মধ্যে ফোনটি আউট অফ স্টক হয়ে যায়। মোটো জি ৮ পাওয়ার লাইট এর বিশেষত্ব হল এতে বড়ো ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রাখি Moto G8 Power Lite এর দাম ৮,৯৯৯ টাকা।

Moto G8 Power Lite: স্পেসিফিকেশন

মোটো এর এই ফোনে ওয়াটার ড্রপ নচ ডিজাইনের ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ম্যাক্স ভিশন ডিসপ্লে আছে। এইচডি প্লাস এই ডিসপ্লের রেজুলেশন ৭২০  x ১৬০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। মোটো জি ৮ পাওয়ার লাইটে পাবেন ২.৩ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। এতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে এই ফোনের পিছনে আছে তিনটি ক্যামেরা। যার প্রধান ক্যামেরা এফ/২.০ অ্যাপারচার যুক্ত পিডিএফ ১৬ মেগাপিক্সেল সেন্সর। এছাড়াও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির জন্য এখানে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। সামনে ও পিছনের ক্যামেরা দিয়ে ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে ১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ডিং করা যাবে।

সিকিউরিটির জন্য এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ৯ পাই সিস্টেমে চলে। পাওয়ারের জন্য এতে পাবেন ১০ ওয়াট চাজিং সাপোর্ট যুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

সঙ্গে থাকুন ➥