অপেক্ষার অবসান! Motorola Edge 20 সিরিজ প্রিমিয়াম ফিচারের সাথে ৫ অগস্ট লঞ্চ হচ্ছে

Avatar

Published on:

জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে Edge সিরিজের পরবর্তী প্রজন্ম, Edge 20 সিরিজের স্মার্টফোনের লঞ্চের তারিখ প্রকাশ করলো Motorola৷ চীনে Motorola Edge 20 সিরিজ আগামী ৫ অগস্ট লঞ্চ হতে চলেছে। আজ সকালে অফিসিয়াল ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) হ্যান্ডেল থেকে এ কথা জানিয়েছে মোটোরোলা কর্তৃপক্ষ। তবে কতগুলি হ্যান্ডসেট সে দিন আত্মপ্রকাশ করবে, সেই বিষয়ে কিছু বলতে নারাজ তারা। উল্লেখ্য, Motorola Edge 20 সিরিজে তিনটি হ্যান্ডসেট থাকবে বলে অনেকদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছে – Edge 20, Edge 20 Plus, ও Edge 20 Lite৷ টিপস্টারেরা ইতিমধ্যেই প্রত্যেকটি স্মার্টফোনের স্পেসিফিকেশন লিক করেছেন। এমনকি কিছুদিন আগেই Edge 20-এর রেন্ডার প্রকাশ্যে এসেছিল।

এছাড়া এ মাসের শুরুতে চীনের TENAA সার্টিফিকেশন সাইটে Edge 20, Edge 20 Plus-কে দেখা যায়। আবার Pro ভ্যারিয়েন্টটি থাইল্যান্ডের NBTC-এর ছাড়পত্র পেয়েছে বলেও জানা গেছে। যাই হোক, Motorola Edge 20 সিরিজ সম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে, তা একনজরে দেখে নেওয়া যাক।

Motorola Edge 20 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

মোটোরোলা এজ ২০-তে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি (২৪০০x১৮২০) রেজোলিউশন সাপোর্ট করবে। স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর এতে ব্যবহার করা হবে। ৬ জিবি / ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজের বিকল্প আসবে মোটোরোলা এজ ২০।

ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে – ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যঙ্গেল/ম্যাক্রো ক্যামেরা + ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (৩x জুম)। ডিসপ্লের পাঞ্চ হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে।

মোটোরোলা এজ ২০ স্মার্টফোনে ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড ১১-এ চলবে।

Motorola Edge 20 Plus স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ২০ প্লাস ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি (২৪০০x১৮২০) রেজোলিউশন অফার করবে। আবার ডিসপ্লের মধ্যেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরে ব্যবহার করা হবে। ৬ জিবি / ৮ জিবি / ১২ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ অপশনে এটি আসবে। ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া যাবে। এতে অ্যান্ড্রয়েড ১১ প্রিইনস্টলড থাকবে।

মোটোরোলা এজ ২০ প্লাসে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে – ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল/ম্যাক্রো ক্যামেরা + ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (৩x জুম)। ফোনটির চাইনিজ এডিশন ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে আসবে৷ আবার গ্লোবাল এডিশনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখা যাবে।

Motorola Edge 20 Lite এর স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ২০ লাইট ৯০ হার্টজ ফুল-এইচডি প্লাস (২৪০০x১০৮০) ডিসপ্লে সহ আসবে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০  প্রসেসর দ্বারা ফোনটি চালিত হবে। ৬ জিবি / ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে এটি আসবে।

মোটোরোলা এজ ২০ লাইটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে- ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল/ম্যাক্রো ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ডিসপ্লে মধ্যে পাঞ্চ হোল কাটআউটে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে।

মোটোরোলা এজ ২০ লাইটে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। অ্যান্ড্রয়েড ১১ সফটওয়্যার ভার্সনে ফোনটি চলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥