Nokia 5.1 Plus ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন সিকিউরিটি আপডেট

Avatar

Published on:

এইচএমডি গ্লোবাল তাদের Nokia 5.1 Plus ফোনের জন্য নতুন আপডেট আনলো। এই আপডেটে জুন মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। যদিও এই আপডেটে অন্য কিছু ফিচার যুক্ত করা হয়নি। নোকিয়া ৫.১ প্লাস এর জন্য আনা এই সফটওয়্যার আপডেটের ভার্সন নম্বর PDA-311C-0-00WW-B01 । এর ফার্মওয়্যার সাইজ ২৪.১৬ এমবি। এই আপডেট কোম্পানি ভারত ও ইজিপ্ট দেশের জন্য এনেছে।

নোকিয়ার ফোরাম অনুযায়ী, এই আপডেটে ফোনের বেশ কিছু বাগ ফিক্স করা হয়েছে। এই ওটিএ আপডেটটি ধীরে ধীরে সমস্ত ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও ব্যবহারকারীরা ফোনে নতুন আপডেটের নোটিফিকেশন পাবেন। আপনার ফোনে এই আপডেট এসেছে কিনা জানতে ফোনের Settings > About phone > System updates এ যান।

Nokia 5.1 Plus স্পেসিফিকেশন:

এই ফোনে একটি ৫.৮৬ ইঞ্চি এইচডি প্লাস স্ক্রিন আছে যার আসপেক্ট রেশিও ১৯:৯ এবং পিক্সেল রেজল্যুশন ১৫৭০×৭২০ । এই ফোনে রয়েছে মিডিয়াটেকের হেলিও পি৬০ প্রসেসর (চারটি কর্টেক্স A৭৩কোর এবং চারটি কর্টেক্স A৫৩ কোর)। নোকিয়া ৫.১ প্লাস ৩ জিবি ও ৪ র‌্যাম এবং ৩২ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন। এটি একটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস অর্থাৎ এর সফটওয়্যার ডেভলপমেন্ট করবে গুগল।

ফটোগ্রাফির জন্য ফোনে ১৩ মেগাপিক্সেল(f/২.০ অ্যাপারচার)+ ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আছে, যার সাথে আছে ফেজ ডিটেক্ট অটোফোকাস প্রযুক্তি। এছাড়াও সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যার সাথে আছে f/২.২ অ্যাপারচার এবং ৮০.৪ ডিগ্রী ওয়াইড এঙ্গেল লেন্স। এই ফোনে ৩০৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥