সার্টিফিকেশন সাইটে দেখা গেল Nokia 8.3 5G, 8000 4G, 6300 4G এবং Nokia TA-1335 কে

Avatar

Published on:

কয়েকদিন আগেই ইউরোপের মার্কেটে লঞ্চ হয়েছে Nokia 8000 4G এবং Nokia 6300 4G। এই দুটি ফিচার ফোনকে অন্যান্য মার্কেটেও শীঘ্রই আনা হবে বলে শোনা হচ্ছিলো। এবার চীনের China Quality Certification (CQC) সেন্টারে এই দুটি ফোনকে অন্তর্ভুক্ত করা হল। এর সাথে Nokia 8.3 5G ও TA-1335 মডেল নম্বর সহ আরও দুটি ফোনকেও এখানে দেখা গেছে। আশা করা যায় এই চারটি ফোনকে শীঘ্রই চীনের মার্কেটে লঞ্চ করা হবে। প্রসঙ্গত গত আগস্টে চীনের বাজারে Nokia C3 ফোনটি লঞ্চ হয়েছিল।

Nokia 8.3 5G এর কথা বললে এই ফোনটির তিনটি ভ্যারিয়েন্ট কেই ( TA-1243, TA-1251, এবং TA-1257) চীনা কোয়ালিটি সার্টিফিকেশন সেন্টারে গত ১৬ নভেম্বর অন্তর্ভক্ত করা হয়েছে। এই তিনটি ভ্যারিয়েন্টেই ১৫ ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার থাকবে। যেহেতু এই ফোনটি আগেই ইউরোপের মার্কেটে লঞ্চ হয়েছে, তাই আপনি এখানে ক্লিক করে এর স্পেসিফিকেশন জানতে পারেন।

আবার Nokia 8000 4G এবং Nokia 6300 4G ফোন দুটিও ১৬ নভেম্বর CQC দ্বারা সার্টিফাইড হয়। এরমধ্যে নোকিয়া ৬৩০০ ৪জি ফোনটির মডেল নম্বর ছিল TA-1287 এবং নোকিয়া ৮০০০ ৪জি ফোনের মডেল নম্বর ছিল TA-1311।  এই ফোন দুটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর, KaiOS সফটওয়্যার, এবং গুগল অ্যাসিট্যান্ট সাপোর্ট সহ কিছুদিন আগে ইউরোপে লঞ্চ হয়েছিল। এদের স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

এদিকে TA-1335 মডেল নম্বর বিষয়ে বললে, এটি একটি 4G ফোন হবে। যদিও ফোনটির নাম এখনও জানা যায়নি। একে ১২ নভেম্বর CQC তে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যেখান থেকে জানা গিয়েছে, এই ফোনেও নোকিয়া সি৩ এর মত ৫ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার থাকবে। এছাড়া ফোনটি সম্পর্কে আর কিছু জানা যায়নি।

 

সঙ্গে থাকুন ➥