4 হাজার ইলেকট্রিক স্কুটার ডিসপ্যাচের দাবি করল Ola, কিন্তু বাহন রেজিস্ট্রেশন বলছে অন্য কথা

Avatar

Published on:

হা-পিত্যেশ করে গ্রাহকেরা বসে থাকার পর অবশেষে ১৬ ডিসেম্বর S1 ইলেকট্রিক স্কুটারের প্রথম ব্যাচ ডেলিভারি দিতে পেরেছে Ola৷ এ দিকে সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং গ্লোবাল বিজনেজ হেড অরুণ সিরদেশমুখ দাবি করেছেন, ওলা ইতিমধ্যেই ৪ হাজার ই-স্কুটার শিপিং করেছে৷

যদিও তার দাবি ঘিরে তৈরি হয়েছে ধোঁযাশা৷ কারণ Vahan-এর রেজিস্ট্রেশন অনুযায়ী, এখনও পর্যন্ত কেবলমাত্র ৪৩৭ ইউনিট নথিভুক্ত করেছে ওলা৷ তবে Vahan-এর ডেটা সম্পূর্ণরূপে ঠিক নাও হতে পারে৷ কারণ, বিভিন্ন রাজ্যের যানবাহনের নথিভুক্তি আপডেট করার আলাদা আলাদা পদ্ধতি রয়েছে৷ আবার অনেক ক্ষেত্রেই রিয়েল টাইমে ওয়েবসাইটে সাময়িক রেজিস্ট্রেশন আপডেট হয় না৷

উল্লেখ্য, Ola S1 স্কুটার নিয়ে গুচ্ছের অভিযোগ গ্রাহকদের৷ যে ফিচারগুলির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার মধ্যে অনেকগুলিই ব্যবহার করা যাচ্ছে না৷ ওলা জানিয়েছে, ফিচারগুলির অ্যাক্সেস পরবর্তীতে ওটিএ আপডেটের মাধ্যমে পাবেন গ্রাহকেরা৷

ওলা ই-স্কুটারের সেকেন্ড ব্যাচের বুকিং খুব সম্ভবত চলতি মাসের শেষের দিকে চালু করা হবে৷ আবার সংস্থার বৈদ্যুতিক স্কুটার চালানোর সময় যাতে রেঞ্জ নিয়ে উদ্বেগ দূর করা যায়, তা নিশ্চিত করতে হাইপারচার্জ চার্জিং স্টেশন গড়ছে ওলা৷ ২০২২-এর প্রথমার্ধে এই পয়েন্টগুলিতে নিখরচায় চার্জ দেওয়ার সুবিধা মিলবে৷

সঙ্গে থাকুন ➥