HomeTech Newsবিভিন্ন সমস্যার সমাধান নিয়ে OnePlus-এর এই ফোনে চলে এল জুনের নতুন আপডেট

বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে OnePlus-এর এই ফোনে চলে এল জুনের নতুন আপডেট

গত জুলাই মাসে বাজারে পা রাখে OnePlus Nord 3। প্রায় একবছরের দোরগোড়ায় এসে এখন একটি নতুন আপডেট পেতে চলেছে স্মার্টফোনটি, যা এর বেশ অনেকগুলি সমস্যার সমাধান করবে। এছাড়া, দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে এই আপডেট কিছু পরিবর্তনও নিয়ে এসেছে। OxygenOS 14.0.0.520 আপডেটটি OnePlus Nord 3 ফোনের সিস্টেমের দুর্বলতা দূর করে এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও অফার করে। আসুন এই লেটেস্ট আপডেটটি কি কি নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে, জেনে নেওয়া যাক।

OnePlus Nord 3 স্মার্টফোনের OxygenOS 14.0.0.520 আপডেট চেঞ্জলগ:

সিস্টেম:

  • ডিভাইস আনলক করতে লক স্ক্রিন প্যাটার্ন আঁকার সময় ইউজাররা এখন প্যাটার্নের ট্র্যাকটি না দেখানোর অপশন বেছে নিতে পারেন।
  • এখন কুইক সেটিংসে ভলিউম অ্যাডজাস্ট করা যাবে।
  • এখন একটি ফ্লোটিং উইন্ডোর আকার অ্যাডজাস্ট করতে এটির নীচে ড্র্যাগ করতে হবে এবং একটি মিনি উইন্ডো বন্ধ করতে সোয়াইপ আপ করতে হবে।
  • হোম স্ক্রিনের উইজেটগুলির প্রদর্শিত হওয়ার ধরন উন্নত করে।
  • সিস্টেম ডেটা খুব বেশি স্টোরেজ স্পেস দখল করার সমস্যাটি সমাধান করে।
  • সিস্টেমের নিরাপত্তা বাড়াতে জুন,২০২৪ এর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচকে ইন্টিগ্রেট করা হয়েছে।
  • কুইক সেটিংসে ভলিউম স্লাইডার এবং ফিজিক্যাল ভলিউম বাটন প্রেস করে ট্রিগার হওয়া ভলিউমের নির্দেশকটি একই সময়ে প্রদর্শিত হওয়ার সমস্যাটির সমাধান করে।
  • নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC)-এনেবলড পেমেন্ট ব্যবহার করতে না পারার সমস্যার সমাধান করে। কমিউনিকেশন:
  • অনেক সময় ফোন কলের জন্য ডিভাইসটি ভাইব্রেট না হওয়ার সমস্যাটির সমাধান করে।
  • কল ফরওয়ার্ড করার জন্য ফোন নম্বরগুলি প্রদর্শিত না হওয়ার সমস্যাটিও মেটায়৷ গেমস:
  • গেমিং স্টেবিলিটি উন্নত করে।
  • একাধিক ক্ষেত্রে গেম খেলার সময় স্ক্রিন কালো হয়ে যাওয়ার যে সমস্যাটি দেখা যায়, সেটিও সমস্যা সমাধান করে।

OnePlus Nord 3 ফোনের ভারতীয় ব্যবহারকারীদের কাছে OxygenOS 14.0.0.520 আপডেটটি ধীরে ধীরে রোল আউট করা হচ্ছে। কোনও ইউজার যদি এখনও ওভার দ্য টপ (OTA) আপডেটের নোটিফিকেশন না পেয়ে থাকেন, তাহলে তাকে সেটিংসে নেভিগেট করে, অ্যাবাউট ডিভাইস অপশনে গিয়ে, তারপর অক্সিজেনওএস সিলেক্ট করার পর চেক ফর আপডেটে ট্যাপ করে এটিকে ম্যানুয়ালি চেক করতে পারেন। আপডেটের পর কোনও ভারতীয় OnePlus Nord 3 ব্যবহারকারী যদিও নতুন কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে তারা *#800# ডায়াল করে গুগল ডায়লারের মাধ্যমে বাগ রিপোর্ট জমা দিতে পারবেন।

RELATED ARTICLES

Most Popular