শীঘ্রই বাজারে আসছে Oppo Find X3 Lite, হবে Reno 5 5G এর রিব্র্যান্ডেড ভার্সন

Published on:

Oppo, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে Find X3 লঞ্চ করবে বলে ইতিমধ্যে নিশ্চিত করেছে। ফোনটি কে গত সপ্তাহে বেঞ্চমার্ক সাইট AnTuTu তে দেখা গিয়েছিল। আর এখানেই সাড়া ফেলেছে ফোনটি। কারণ এখনও পর্যন্ত স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট দ্বারা চালিত ফোনগুলির মধ্যে Oppo Find X3 সর্বোচ্চ বেঞ্চমার্ক পয়েন্ট পেয়েছে। এদিকে অপ্পো -র অন্যান্য ফ্ল্যাগশিপ সিরিজের মতো ফাইন্ড এক্স৩ সিরিজেও Pro, Pro+ বা Neo ভ্যারিয়েন্ট থাকতে পারে বলেও এখন জল্পনা চলছে। তবে এখানেই শেষ নয়, Find X3-এর একটি Lite ভার্সনের ওপরও Oppo কাজ করছে বলে এবার জানা গেল। মজার বিষয়, এটি কোনো নতুন ডিভাইস নয়, Find X3 Lite আসলে সম্প্রতি লঞ্চ হওয়া Reno 5 5G-এর রিব্রান্ডেড ভার্সন হবে।

টিপ্সটার ইভান ব্ল্যাস আজ তাদের ব্লগে জানিয়েছেন, Oppo Reno 5 ও Find X3 Lite বিভিন্ন মার্কেটে উপলব্ধ হবে, তাই ফোন দুটি নিয়ে কোনো বিভ্রান্তির জায়গা নেই। ইভান আরও বলেছেন, ফোন দুটির দাম অঞ্চলভিত্তিক ভিন্ন হতে পারে। Oppo Reno 5-এর মতো ব্যাক প্যানেলে Reno Glow ব্রান্ডিংয়ের পরিবর্তে Find X3 Lite ফোনটি ট্র্যাডিশানাল Oppo লোগোর সাথে আসবে বলে তিনি জানিয়েছেন।

রিব্রান্ডেড ভার্সন হওয়ায় Oppo Find X3 Lite তে ডিসেম্বরে চীনে লঞ্চ হওয়া Reno 5-এর অনুরূপ স্পেসিফিকেশন থাকবে বলে ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে ফাইন্ড এক্স৩ লাইট ফোনটি হোল-পাঞ্চ ডিজাইনের ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লের সাথে আসবে। এটি স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর দ্বারা পরিচালিত হবে৷ আবার এতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগিরেশন থাকবে। ফোনটি ৬৫ ওয়াট সুপারভোক ২.০ র‌্যাপিড চার্জিং সাপোর্টের যুক্ত ৪,৩০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এর পেছনে থাকবে ৬৪+৮+২+২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। সেলফির জন্য ফোনের সামনে থাকবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এদিকে রিপোর্ট অনুযায়ী, অপ্পো ফাইন্ড এক্স ৩ ফোনে ৬.৭ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হতে পারে। যার রেজোলিউশন হবে ১৪৪০x৩২১৬ পিক্সেল ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেলের সনি IMX766 সেন্সর। OPPO Find X3 ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। যার সাথে ৬৫ ওয়াট সুপারভোক চার্জিং ও ৩০ ওয়াট ভোক এয়ার ওয়্যারলেস চার্জিং উভয় সাপোর্ট করলে বলে সূত্রের খবর।

সঙ্গে থাকুন ➥