Oppo Reno 6 Pro 5G আগামী মাসে ভারতে আসছে, কী নেই এই ফোনে

Avatar

Published on:

গত মাসেই চীনে Oppo তার Reno 6 সিরিজের তিনটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছিল। যেগুলি হল – Reno 6 5G, Reno 6 Pro 5G এবং Reno 6 Pro+ 5G। ঘরেলু মার্কেটের পর কবে ফোনগুলি ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে পা রাখবে, তা নিয়ে Oppo অফিসিয়ালভাবে কিছু জানায়নি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওই তিনটি ফোনের মধ্যে Oppo Reno 6 Pro 5G ভারতে লঞ্চ হতে চলেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে।

Oppo Reno 6 Pro 5G  ভারতে লঞ্চ হচ্ছে

Moneycontrol-এর রিপোর্টে দাবি করা হয়েছে, অপ্পো রেনো ৬ প্রো ৫জি স্মার্টফোনটির ভারতে লঞ্চ হওয়ার সময় উপস্থিত হয়েছে৷ সূত্র থেকে তারা জেনেছে, জুলাইয়ের মাঝামাঝি সময়ে অপ্পো রেনো ৬ প্রো ৫জি ভারতে লঞ্চ হতে পারে।

Oppo চলতি বছরের জানুয়ারিতে Reno 5 Pro 5G ভারতীয় স্মার্টফোন মার্কেটে এনেছিল। ফলে অপ্পো ঠিক সাত মাস পর Reno 5 Pro 5G এর উত্তরসূরি হিসেবে Reno 6 Pro 5G লঞ্চ করবে। বিগত কয়েক বছরের ট্রেন্ড দেখলে, অপ্পো বারবারই রেনো সিরিজের প্রো ভ্যারিয়েন্ট ভারতীয় ক্রেতাদের হাতের নাগালে এনেছে।

রিব্র্যান্ডিংয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না

অপ্পো রেনো ৬ প্রো ৫জি এর হুবহু চীনা ভার্সনই ভারতে আসছে কী না, তা এখনও অজানা। চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলি রিব্র্যান্ডিং নীতি অনুসরণে অভ্যস্ত। ফলে অন্য কোনও স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবেও অপ্পো রেনো ৬ প্রো ৫জি ভারতে লঞ্চ হতে পারে। যদিও এটা শুধুমাত্র সম্ভাবনার পর্যায়ে রয়েছে।

ভারতে আসন্ন Oppo Reno 6 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

অপ্পো রেনো ৬ প্রো ৫জি এর চীনা ভার্সনই যদি ভারতে লঞ্চ হয়, তাহলে স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৫ ইঞ্চি ফুল-এইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর, ৬৪+৮+২+২ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥