Paytm Coupon: Jio, Airtel, Vi গ্রাহকদের জন্য সুখবর, রিচার্জের উপর পাবেন ক্যাশব্যাক

Avatar

Published on:

বেসরকারি টেলকোগুলির নতুন পদক্ষেপে সম্প্রতি টেলিকম পরিষেবার মাশুল পূর্বের তুলনায় অনেকখানি বৃদ্ধি পেয়েছে! এর ফলে বিপদে পড়েছেন অসংখ্য মধ্য ও নিম্ন-মধ্যবিত্ত গ্রাহক। টেলিকম মাশুল বৃদ্ধির এই সিদ্ধান্ত তারা কোনভাবেই মেনে নিতে পারছেন না। এই পরিস্থিতিতে গ্রাহকদের স্বস্তি দিতে মোবাইল রিজার্চের উপরে নজরকাড়া অফার নিয়ে হাজির হলো One97 Communications লিমিটেডের মালিকানাধীন সংস্থা পেটিএম (Paytm)। বর্তমানে এই প্ল্যাটফর্ম মারফত প্রিপেইড প্ল্যান রিচার্জ করলেই আকর্ষণীয় ক্যাশব্যাক জেতা যাবে। Reliance Jio থেকে শুরু করে Airtel, Vi, BSNL এবং MTNL ব্যবহারকারীরাও এই অফারের লাভ ওঠাতে পারবেন বলে Paytm -এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

Paytm-এর মাধ্যমে রিচার্জ করলে কারা ক্যাশব্যাক পাবেন

আলোচ্য অফার সম্পর্কে বিস্তারিত বলতে গেলে শুরুতেই উল্লেখ করতে হয় প্রথমবারের জন্য পেটিএম রিচার্জ পরিষেবা ব্যবহারকারীদের প্রাপ্ত সুযোগের কথা। কেউ যদি প্রথমবার পেটিএমের মাধ্যমে প্রিপেইড প্ল্যান রিচার্জের সঙ্কল্প করে থাকেন, তবে সংস্থার আলোচ্য অফারের সুবিধা গ্রহণ করে তিনি পুরো ১৫ টাকার ক্যাশব্যাক আদায় করতে পারবেন। এজন্য রিচার্জের সময় তাকে ‘FLAT15’ প্রোমোকোড ব্যবহার করতে হবে। এছাড়া অন্যান্য অফারের লাভ উঠিয়ে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১,০০০ টাকা ক্যাশব্যাক জিততে পারেন। অবশ্য এক্ষেত্রেও তাদের ‘WIN1000’ প্রোমোকোড ব্যবহার করা আবশ্যিক।

উল্লেখ্য, পেটিএমের মাধ্যমে মোবাইল রিচার্জের সময় রিচার্জকারীকে আলাদাভাবে কোনো মাশুল প্রদান করতে হবেনা। সংস্থার পক্ষ থেকেই সম্প্রতি একথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। শুধু প্রিপেইড রিচার্জই নয় বরং বিল পরিশোধের ক্ষেত্রেও ব্যবহারকারীগণ ক্যাশব্যাক জিতে নিতে পারবেন। তাছাড়া কোম্পানির রেফারাল প্রোগ্রামে অংশগ্রহণ করেও একজন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিততে সমর্থ হবেন বলে সংস্থা জানিয়েছে।

সাম্প্রতিক ক্যাশব্যাক অফার সম্পর্কে আলোচনা করতে গিয়ে একজন পেটিএম মুখপাত্রের দাবী, রিচার্জ মাশুল বৃদ্ধির ফলে সৃষ্টি হওয়া অসুবিধাজনক পরিস্থিতি থেকে গ্রাহকদের উদ্ধার করতে তাদের আলোচ্য অফার বিশেষ কার্যকরি হবে। এজন্য বিভিন্ন সংস্থার প্রিপেইড গ্রাহকদের তিনি পেটিএমের মাধ্যমে রিচার্জের আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে ব্যবহারকারীদের সুবিধার্থে Paytm অ্যাপে সম্প্রতি কিছু উল্লেখযোগ্য ফিচার সংযোজন করা হয়েছে। এক্ষেত্রে থ্রি-ক্লিক ইনস্ট্যান্ট পেমেন্ট বা ডিসপ্লে অফ প্ল্যান জাতীয় সুবিধাগুলির কথা উল্লেখ করা যায়। তাছাড়া আলোচ্য অ্যাপ্লিকেশন বর্তমানে এই অ্যাপ প্রতিটি ব্যবহারকারীকে তাদের সাম্প্রতিক বিল খরচ এবং পরিশোধের তারিখ স্মরণ করিয়ে থাকে।

সঙ্গে থাকুন ➥