সাবধান! পাবজি মোবাইল, ট্রুকলার সহ ৫৩ টি অ্যাপ চুপিসারে হাতাচ্ছে আপনার ডেটা

Avatar

Published on:

কয়েকদিন আগেই একটি প্রতিবেদনে আমরা iOS-14 সফ্টওয়ারের একটি ফিচারের কথা জানিয়েছিলাম যাতে টিকটকের ক্লিপবোর্ড অ্যাক্সেস বা স্নুপিংয়ের কথা ধরা পড়েছিল। তবে শুধু TikTok নয়, রিসার্চাররা আরো কয়েকটি অ্যাপ্লিকেশন খুঁজে পেয়েছেন যেগুলি গুপ্তচরবৃত্তি করছে মনে করা হচ্ছে। শুনলে অবাক হবেন, এই তালিকায় আপনি পছন্দ করেন বা রোজ ব্যবহার করেন এমন অ্যাপেরও নাম রয়েছে।

আর্স টেকনিকার রিপোর্ট অনুযায়ী, গত মার্চ মাসে রিসার্চাররা ৫৩টি অ্যাপ্লিকেশন আবিষ্কার করেছিলেন, যেগুলি এখনো iOS হ্যান্ডসেটের ক্লিপবোর্ড অ্যাক্সেস করে, এমনকি এগুলি ফোনের আইডি এবং পাসওয়ার্ডের মত সংবেদনশীল ডেটা পড়তে পারে। এই তালিকায় কয়েকটি জনপ্রিয় অ্যাপ্লিকেশনের নাম রয়েছে। যেগুলি আপনি প্রতিদিন ব্যবহার করেন। চলুন জেনে নেওয়া যাক কোন কোন অ্যাপ রয়েছে এই তালিকায়।

ডেটা অ্যাক্সেস করতে পারে এই নিউজ অ্যাপগুলি :

ABC News, Al Jazeera English, CBC News, CBS News, CNBC, Fox News, News Break, New York Times, NPR, ntv Nachrichten, Reuters, Russia Today, Stern Nachrichten, The Economist, The Huffington Post, The Wall Street Journal, Vice News.

তালিকায় রয়েছে কয়েকটি গেমের নাম :

8 Ball Pool, AMAZE!!!, Bejeweled, Block Puzzle, Classic Bejeweled, Classic Bejeweled HD, FlipTheGun, Fruit Ninja, Golfmasters, Letter Soup, Love Nikki, My Emma, Plants vs. Zombies Heroes, Pooking – Billiards City, PUBG Mobile, Tomb of the Mask, Total Party Kill, Watermarbling.

সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম-ও নিরাপদ নয় :

TikTok, ToTalk, Tok, Truecaller, Viber, Weibo, Zoosk ইত্যাদি জনপ্রিয় অ্যাপগুলি সন্দেহভাজন তালিকায় রয়েছে।

এছাড়া অন্য যে কয়েকটি অ্যাপ ডেটা চুরি করছে মনে করা হচ্ছে সেগুলি হল :

10% Happier: Meditation, 5-0 Radio Police Scanner, Accuweather, AliExpress Shopping App, Bed Bath & Beyond, Dazn, Hotels.com, Hotel Tonight, Overstock, Pigment – Adult Coloring Book, Recolor Coloring Book to Color, Sky Ticket, The Weather Network.

সঙ্গে থাকুন ➥