HomeTech NewsRealme X7 Pro 5G ফোন ইউজাররা পাচ্ছে Android 12 ভিত্তিক realme UI...

Realme X7 Pro 5G ফোন ইউজাররা পাচ্ছে Android 12 ভিত্তিক realme UI 3.0 আপডেট

Realme X7 Pro 5G ফোন ব্যবহারকারীদের মনে রাখতে হবে, realme UI 3.0 কাস্টম স্কিনের আর্লি অ্যাক্সেস পাওয়ার অর্থ এটি বিটা পর্যায়ে রয়েছে

Realme X7 Pro 5G ফোনের জন্য realme UI 3.0 কাস্টম স্কিনের আর্লি অ্যাক্সেস শীঘ্রই চালু হবে। কোম্পানির তরফে আর্লি অ্যাক্সেস পাওয়ার জন্য আবেদন গ্রহণ চলছে। উল্লেখ্য, রিয়েলমির এই কাস্টম স্কিনটি Android 12 ভিত্তিক। এতে নতুন স্মার্ট থিমিং ইঞ্জিন ফিচার উপলব্ধ।

তবে Realme X7 Pro 5G ফোন ব্যবহারকারীদের মনে রাখতে হবে, realme UI 3.0 কাস্টম স্কিনের আর্লি অ্যাক্সেস পাওয়ার অর্থ এটি বিটা পর্যায়ে রয়েছে। ফলে এতে বাগ সহ বিভিন্ন সমস্যা থাকতে পারে। সুতরাং আপডেটের আগে ফোনের ডেটা ব্যাকআপ নেওয়া জরুরি।

সেক্ষেত্রে, আপনি যদি রিয়েলমি এক্স৭ প্রো ৫জি ব্যবহারকারী হন এবং নতুন কাস্টম স্কিনের আপডেট পেতে চান, তাহলে নীচে দেওয়া লিংকে গিয়ে আবেদন করতে পারেন – https://c.realme.com/in/post-details/1494244615203659776

এরপর ফোনের সেটিং > সফটওয়্যার আপডেট > সেটিং আইকনে ক্লিক করে ‘ট্রায়াল ভার্সন’ ও ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে ক্লিক করুন। এছাড়া আপডেট পেতে ফোনের ফার্মওয়্যার ভার্সন RMX2121_11.C.07 বা RMX2121_11.C.06 থাকতে হবে।

RELATED ARTICLES

Most Popular