Reddit, Amazon সহ বহু জনপ্রিয় ওয়েবসাইট সাইট অচল, কারণ জেনে নিন

Avatar

Published on:

বিশ্বজুড়ে হঠাৎ স্তব্ধ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাধিক ওয়েবসাইটের পরিষেবা। এর মধ্যে রয়েছে Reddit, Speedtest, Github, Twitch, Amazon, Spotify, CNN, The Verge, Vimeo, Twitter এবং অন্যান্য আরও হাজার হাজার ওয়েবসাইট। এককথায় বললে, গোটা ইন্টারনেট পরিষেবারই একটা বড়ো অংশ বেশ কিছুটা সময়ের জন্য বিকল হয়ে গেছে। কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) প্রোভাইডারের সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এই বিষয়ে AP-র রিপোর্ট অনুযায়ী, ক্লাউড সার্ভিস কোম্পানি, Fastly-তে বিভ্রাটের কারণে বেশ কয়েকটি ওয়েবসাইট কিছু সময়ের জন্য অফলাইন হয়ে যায়। রিপোর্টে আরও বলা হয়েছে, Fastly কোম্পানির ত্রুটির কারণে যুক্তরাজ্য সরকারের হোম পেজেও একটি ত্রুটি দেখা দিয়েছে, এবং সানফ্রান্সিসকো-ভিত্তিক Fastly এই সমস্যার কথা স্বীকার করেছে।

অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ ওয়েবসাইট Cloudflare বা Amazon ডেলিভারি নেটওয়ার্কের উপর নির্ভর করে CDN সার্ভিসের জন্য। এই কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) প্রোভাইডার গুলিতেও সমস্যার কারণে বিশ্ব জুড়ে একাধিক সাইট বন্ধ হয়ে যায়। অধিকাংশ সাইটে দেখা যায় “Details: cache-maa10224-MAA” অথবা ‘Error 503’।

রিয়েল টাইম ইনফরমেশন প্রোভাইডার সাইট, Downdetector এর হোমপেজে এই বিভ্রাটে বন্ধ হওয়া একগুচ্ছ সার্ভিসের তালিকা দেখা গেছে, যার মধ্যে রয়েছে HBO Max, Hulu, Etsy, fandom, Shopify, Cox, Quora, Github PayPal -এর মতো একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। এখানেই শেষ নয়, মঙ্গলবার বিশ্বব্যাপী ব্যাপক ইন্টারনেট বিভ্রাটের কারণে CNN, The New York Times, The Guardian, The Financial Times সহ বেশিরভাগ মিডিয়া ওয়েবসাইটও বন্ধ হয়।

তবে স্বস্তির বিষয় এটাই যে, প্রায় ঘন্টাখানেক আগে এই বিভ্রাটের ফলে প্রভাবিত অধিকাংশ ওয়েবসাইটই পুনরায় কাজ করতে শুরু করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥