Redmi K50 ফ্ল্যাগশিপ সিরিজ আত্মপ্রকাশের দোরগোড়ায়, পেল TENAA-এর ছাড়পত্র

Avatar

Published on:

Redmi K50 সিরিজটি এ মাসেই বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানা যাচ্ছে। এই লাইনআপে ভিন্ন ভিন্ন প্রসেসর দ্বারা চালিত Redmi K50, K50 Pro, K50 Pro+ এবং K50 Gaming Edition- এই চারটি মডেল আসছে বলে জল্পনা শোনা যাচ্ছে। বিগত কয়েক মাসে বিভিন্ন রিপোর্টে এই আসন্ন স্মার্টফোনগুলির প্রসঙ্গ উঠে এসেছে। হালে K50 Gaming Edition-টি সর্বপ্রথম বাজারে আত্মপ্রকাশ করবে বলেই শোনা যাচ্ছে। আর এখন লঞ্চের আগে এক জনপ্রিয় টিপস্টার Redmi K50 লাইনআপের তিনটি মডেলকে স্পট করলেন চীনের TENAA সার্টিফিকেশন সাইটে। আসুন তাহলে জেনে নেওয়া যাক সার্টিফিকেশন সাইট থেকে এই মডেলগুলি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল।

Redmi K50 সিরিজের মডেলগুলি পেল TENAA সার্টিফিকেশন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন (Digital Chat Station) জানিয়েছে, রেডমি কে৫০ সিরিজের তিনটি ফোন TENAA সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। এই ডিভাইসগুলি যথাক্রমে 22021211RC, 22041211AC, এবং 22011211C মডেল নম্বর সহ সাইটে তালিকাভুক্ত হয়েছে। টিপস্টার আরও জানিয়েছেন, এই হ্যান্ডসেটগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর এবং অঘোষিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ চিপসেট দ্বারা চালিত।

প্রসঙ্গত, আগের রিপোর্ট থেকে জানা গেছে, 22021211RC মডেল নম্বর সহ Redmi K50 সিরিজের স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেটটি ব্যবহার করা হবে। অন্যদিকে, 22041211AC মডেল নম্বর যুক্ত ফোনে থাকবে অঘোষিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০০ প্রসেসর৷ তবে এখন শোনা যাচ্ছে উল্লেখিত চিপসেটের বদলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ প্রসেসরটি ব্যবহার করা হবে আসন্ন Redmi 22041211AC মডেলে।

অন্যদিকে, এর আগে জানা গিয়েছিল 22011211C মডেল নম্বর যুক্ত Redmi K50 সিরিজের হ্যান্ডসেটটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্লাগশিপ প্রসেসর ব্যবহার করা হবে। তবে, ডিজিটাল চ্যাট স্টেশন তার পোস্টে এই চিপসেটটি তালিকাভুক্ত করেননি, তার পরিবর্তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসরের নামটি উল্লেখ করা হয়েছে। তাই মনে করা হচ্ছে এই নির্দিষ্ট ডিভাইসটি কোয়ালকমের পরিবর্তে মিডিয়াটেকের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেটে চলবে।

সঙ্গে থাকুন ➥