Redmi Note 8 2021 এর দাম লঞ্চের এক সপ্তাহ পর সামনে এল, জানুন কিনতে কত খসাতে হবে

Avatar

Published on:

গত সপ্তাহে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল Redmi Note 8 2021। এই ফোনটি 2019 সালে লঞ্চ হওয়া Redmi Note 8 এর আপগ্রেড ভার্সন হিসাবে বাজারে এসেছে। Xiaomi-র তরফে জানানো হয়েছে, Redmi Note 8 স্মার্টফোনটির মোট 25 মিলিয়ন ইউনিট বিশ্বজুড়ে বিক্রি হওয়ায়, তারা এই আপগ্রেড মডেল লঞ্চ করেছে। নতুন এই ডিভাইসে আছে Mediatek Helio G85 প্রসেসর, 4,000mAh ব্যাটারি ও 48 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা। যদিও লঞ্চের দিন কোম্পানি ফোনটির দাম জানায়নি। তবে কয়েকদিন যেতেই এবার Redmi Note 8 2021 এর মূল্য সামনে এল।

Redmi Note 8 2021 এর দাম

Xiaomi তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে, Redmi Note 8 2021 এর 4 জিবি র‌্যাম ও 64 জিবি স্টোরেজ দাম 169 ডলার, যা প্রায় 12,200 টাকা। আবার এর 4 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 189 ডলার, যা প্রায় 13,700 টাকা। ফোনটি নেপচুন ব্লু, মুনলাইট ব্লু, এবং স্পেস ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

Redmi Note 8 2021 এর স্পেসিফিকেশন ও ফিচার:

ডুয়েল সিমের Redmi Note 8 2021 ফোনে আছে 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস (1080 X 2340 পিক্সেল) ওয়াটারড্রপ-নচ ডিসপ্লে। এই ডিসপ্লের ওপরে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর সুরক্ষা। এই ফোনে Mediatek Helio G85 প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাবেন 4,000mAh ব্যাটারি। এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও বক্সের মধ্যে 22.5W ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।

ক্যামেরার কথা বললে, Redmi Note 8 2021 স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল Samsung GM1 সেন্সর। অন্য তিনটি ক্যামেরা হল 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। Redmi Note 8 2021 ফোনটি Android 11 বেসড MIUI 12.5 কাস্টম ওএস-এ চলে।

ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে মাইক্রো এসডি কার্ড স্লট, ডুয়াল 4G Volte, স্প্ল্যাশ রেজিট্যান্সের জন্য P2i কোটিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইনফ্রারেড সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥