৬ মাস ধরে শোধ করা যাবে টাকা, Redmi Note 9 Pro Max নো কস্ট ইএমআই এ কেনার সুযোগ

Avatar

Published on:

কয়েকদিন আগেই শাওমি তাদের রেডমি সিরিজের ফোন Redmi Note 9 Pro Max এর দাম বাড়িয়েছিল। যার পরে আজ প্রথমবার ভারতে এই ফোনটি সেলের জন্য উপলব্ধ হবে। দুপুর ১২ টা থেকে ফোনটি কেনা যাবে। এই সেল ই-কমার্স সাইট Amazon ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট Mi.Com এ অনুষ্ঠিত হবে। রেডমি নোট ৯ প্রো ম্যাক্সের ফিচারের কথা বললে এতে ৫,০২০ এমএএইচ ব্যাটারি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর আছে।

Redmi Note 9 Pro Max দাম ও অফার :

রেডমি নোট ৯ প্রো তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে উপলব্ধ। যার ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১৬,৯৯৯ টাকা, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৮,৪৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৯,৯৯৯ টাকা। এয়ারটেল গ্রাহকরা ২৯৮ ও ৩৯৮ টাকার রিচার্জে ডাবল ডেটা বেনিফিট পাবে। আবার অ্যামাজন পে আইসিআইসিআই কার্ড গ্রাহকরা ৬ মাসের নো কস্ট ইএমআই এ ফোনটি কিনতে পারবেন।

Redmi Note 9 Pro Max স্পেসিফিকেশনফিচার :

রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ১০৮০ x ২৪০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। স্ক্রিনের সুরক্ষার জন্য এই ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। এই ফোনে পাবেন ৮ জিবি পর্যন্ত র‌্যামের বিকল্প এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্প। এছাড়াও রেডমি নোট ৯ প্রো এর মত এখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর পাবেন।

ক্যামেরার কথা বললে এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। অন্য তিনটি ক্যামেরা হলো ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফির জন্য রেডমি নোট ৯ প্রো ম্যাক্সে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১১ এর উপর চলবে। আবার ফোনের বাক্সে পাবেন ৩৩ ওয়াটে ফাস্ট চার্জার। ফোনটি ৫,০২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।

সঙ্গে থাকুন ➥