লঞ্চের আগে ফাঁস Samsung Galaxy A22 5G এর দাম, জানুন কিনতে কত খরচ হবে

Avatar

Published on:

বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছে Samsung Galaxy A22 স্মার্টফোনটি 4G ও 5G ভ্যারিয়েন্টে বাজারে আসবে। ইতিমধ্যেই Galaxy A22 4G ও Galaxy A22 5G কে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যেখান থেকে এদের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। তবে এখন Galaxy A22 5G এর দাম ইউরোপের বাজারে কত হবে, তা ফাঁস হয়ে গেল।

DealnTech-এর দাবি, তারা ইউরোপের এক রিটেলার সাইটে Galaxy A22 5G-কে স্পট করেছে। সেখানে স্মার্টফোনটির দাম ১৮৫ ইউরো (প্রায় ১৬,৪৮৩ টাকা)৷ এটি ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। তবে রিটেল সাইটে ফোনটির ফিচার উল্লেখ ছিল না।

প্রসঙ্গত, ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) বাদ দিয়ে স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি-এর দাম ১৮৫ ইউরো। ভ্যাট ধরলে ফোনের দাম কমপক্ষে ১৯৯ ইউরো (প্রায় ১৭,৭৩০ টাকা) হবে। আবার ইউরোপের অন্যান্য দেশে এর দাম হতে পারে ২২৯ ইউরো (২০,৪০৩ টাকা)। ফলে স্যামসাংয়ের সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন হিসেবে গ্যালাক্সি এ২২ ৫জি আত্মপ্রকাশ করতে চলেছে।

Samsung Galaxy A22 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনে ৬.৪ ইঞ্চি IPS LCD ডিসপ্লে থাকবে। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, সাথে থাকবে ৬ জিবি র‌্যাম। এছাড়াও, ফোনটি আরও র‌্যাম ভ্যারিয়েন্ট সহ আসবে বলে আমরা আশা করছি।

এদিকে Samsung Galaxy A22 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৫ মেগাপিক্সেল সেন্সর + ২ মেগাপিক্সেলের সেন্সর। সেলফির জন্য এতে কত মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে তা অবশ্য জানা যায়নি।

স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি, ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফোনের পাশে। ডিভাইসটি হোয়াইট, ব্ল্যাক, পার্পল, এবং গ্রীন কালার অপশনে পাওয়া যেতে পারে।

সঙ্গে থাকুন ➥