Samsung Galaxy A52s 5G লঞ্চের দুয়ারে দাঁড়িয়ে, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

Avatar

Published on:

Samsung Galaxy A52s 5G যে খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে তা আমরা কয়েকদিন আগেই আপনাদেরকে জানিয়েছি। ইতিমধ্যেই ফোনটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর ছাড়পত্র পেয়েছে। এমনকি ফোনটির পারফরম্যান্স সংক্রান্ত তথ্য উঠে এসেছে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench থেকে। তবে ভারত ছাড়াও ফোনটি আমেরিকার বাজারেও উপলব্ধ হতে পারে। আসলে Samsung Galaxy A52s 5G কে আজ আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) অথরিটির ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেছে। আসুন এখান থেকে ফোনটি সম্পর্কে কী কী তথ্য উঠে আসলো জেনে নিই…

Samsung Galaxy A52s 5G এর FCC লিস্টিং

এফসিসি সার্টিফিকেশন সাইটে স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস কে SM- A526B মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই একই মডেল নম্বর সহ ফোনটি ভারতের BIS-এর সার্টিফিকেশন পেয়েছিল। এফসিসি থেকে জানা গেছে, এই ফোনে 4×4 MIMO, n5/n66 5G ব্যান্ডস, এনএফসি এর মতো কানেক্টিভিটি ফিচার থাকবে।

এর আগে গিকবেঞ্চ থেকে সামনে এসেছিল যে, স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি স্মার্টফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। এর আগে স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৫জি ফোনে স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ছিল। অর্থাৎ এস ভ্যারিয়েন্ট আরও শক্তিশালী প্রসেসর সহ আসছে।

এদিকে Samsung Galaxy A52s 5G অওসম হোয়াইট (Awesome White), অওসম ব্ল্যাক (Awesome Black), অওসম ভায়োলেট (Awesome violet) এবং অওসম মিন্ট (Awesome Mint) কালারে পাওয়া যাবে বলে জানা গেছে। এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে দেখা যাবে অ্যান্ড্রয়েড ১১, যার ওপর ওয়ানইউআই লেয়ায় থাকবে। আবার ফোনটি ৬ জিবি/৮ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে।

dealntech এর রিপোর্ট অনুযায়ী, ইউরোপে Samsung Galaxy A52s 5G এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ৪৩৪ ইউরো, যা প্রায় ৩৮,০০০ টাকার সমান। যদিও এটি ৬ জিবি নাকি ৮ জিবি র‌্যামের মূল্য তা রিপোর্টে জানানো হয়নি। ভারতে ফোনটি ৩০,০০০ টাকার রেঞ্জে লঞ্চ হতে‌ পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥