Samsung Galaxy M32 শক্তিশালী ব্যাটারি ও ৬৪ এমপি ক্যামেরা সহ ভারতে আসছে

Avatar

Published on:

হালফিলে বিভিন্ন রিপোর্টে ইঙ্গিত ছিল, Samsung হয়তো ভারতে Galaxy M32 লঞ্চ করতে পারে। একের পর এক সার্টিফিকেশন সাইটে স্মার্টফোনটির হাজির হওয়ার ঘটনা সেই সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তোলে। জল্পনার অবসান ঘটিয়ে ভারতে আজ কোম্পানির ওয়েবসাইটে Samsung Galaxy M32-এর সাপোর্ট পেজ লাইভ হয়ে গেল। ফলে ফোনটি ভারতে লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল বলে ধরে নেওয়া যায়।

মাইস্মার্টপ্রাইসের রিপোর্ট অনুসারে, ভারতে স্যামসাংয়ের ওয়েবসাইটে গ্যালাক্সি এম৩২-এর সাপোর্ট পেজে শুধুমাত্র SM-M325F/DS (DS- Dual SIM) মডেল নম্বর উল্লেখ করা হয়েছে। এছাড়া, ডিভাইসটির স্পেসিফিকেশনের বিষয়ে সেখানে কিছু খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য, একই মডেল নম্বর সহ স্মার্টফোনটি আগে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা  বিআইএস-এ লিস্টেড হয়েছিল।

এর আগে গিকবেঞ্চ লিস্টিং থেকে জানা গিয়েছিল, গ্যালাক্সি এম৩২ স্মার্টফোনটি ৬ জিবি র‌্যাম সহ আসবে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আমাদের বিশ্বাস। আবার ফোনে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া অন্যান্য রিপোর্ট বলছে, গ্যালাক্সি এম৩২ ফোনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে।

আবার DEKRA সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল যে, Samsung Galaxy M32 ফোনে EB-BM325ABN মডেল নম্বরের ব্যাটারি থাকবে। এর রেটেড ক্যাপাসিটি ৫,৮৩০ এমএএইচ। যদিও এটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি বলে মার্কেটিং করা হবে। ফোনটি Samsung Galaxy A32 4G এর রিব্রান্ডেড ভার্সন হতে পারে।

সঙ্গে থাকুন ➥