ভারতে কিভাবে প্রি-বুকিং করবেন Samsung Galaxy S21 সিরিজ, ফ্রি পাবেন ৩৮৪৯ টাকার কভার

Avatar

Published on:

দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্ট Samsung, ১৪ই জানুয়ারি Galaxy Unpacked ইভেন্টে Galaxy S21 সিরিজের ওপর থেকে পর্দা তুলতে চলেছে। এস ২১ সিরিজের অধীনে স্যামসাং তিনটি ফোন- Galaxy S21, Galaxy S21 Plus, Galaxy S21 Ultra লঞ্চ করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। আত্মপ্রকাশের পূর্বে স্যামসাং এবার এই ফ্ল্যাগশিপ সিরিজের প্রি-অর্ডার নেওয়া চালু করে দিল। এখন প্রি-বুক করলে স্যামসাংয়ের তরফ থেকে একটি আকর্ষণীয় অফারও পাওয়া যাবে।

Samsung Galaxy S21 সিরিজের প্রি- অর্ডার অফার

যারা এখন স্যামসাং গ্যালাক্সি এস ২১ সিরিজের ফোন প্রি-অর্ডার করবেন, তারা নিখরচায় ৩,৮৪৯ টাকা দামের একটি স্মার্টফোন কভার পেয়ে যাবেন।

Samsung Galaxy S21 সিরিজের ফোন কিভাবে প্রি-অর্ডার করবেন

১. আগ্রহী ব্যক্তিদের প্রথমে স্যামসাং ইন্ডিয়ার ই-স্টোর www.samsung.com-এ যেতে হবে। অথবা Samsung Shop অ্যাপ ওপেন করতে হবে।

২. ব্যবহারকারীদের সেখানে নিজেদের নাম, মোবাইল নম্বর ইমেল, এবং পিনকোডের মতো কিছু প্রাথমিক তথ্য সরবরাহ করতে হবে।

৩. প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার পর, স্যামসাং ইন্ডিয়া ব্যবহারকারীদের ডিভাইসটি প্রি-রিজার্ভ করার অপশন দেবে।

৪- Pre-Reserve Now বাটনে ক্লিক করার পর, Next Galaxy VIP Pass কার্টে এসে উপস্থিত হবে।

৫. এরপর গ্রাহকরা একটি ওয়েলকাম মেল পাবেন৷ যেখানে এই ভিআইপি পাসটি কিভাবে কাজে লাগানো যাবে, তা বিশদে দেওয়া থাকবে।

৬. রিজার্ভেশন প্রোসেস সম্পূর্ণ করার জন্য গ্রাহকদের ২০০০ টাকা দিতে হবে।

৭. গ্রাহক যখন পরে ডিভাইসটি প্রি-বুক করবেন, তখন এই ২,০০০ টাকা ডিভাইসের দামের থেকে কেটে নেওয়া হবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যে কোনও সময় VIP Pass (ব্যবহারের আগে) ক্যানসেল করে পুরো অর্থ ফেরত পাওয়া যাবে। আর যারা প্রি-রিজার্ভ করবেন তারা এমনিতেই ৩,৮৪৯ টাকা মূল্যের কভার একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। তবে মনে রাখা দরকার, আসন্ন Galaxy S21 সিরিজ প্রি-রিজার্ভ করার সুবিধা ১৪ই জানুয়ারি পর্যন্ত উপলব্ধ হবে।

সঙ্গে থাকুন ➥