ক্যামেরার পারফরম্যান্সে জোর, Samsung Galaxy S22 আসতে পারে 50MP ট্রিপল ক্যামেরা সহ

Published on:

মার্কেটিংয়ে ঝড় তোলার জন্য আজকাল সিংহভাগ স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা উচ্চ রেজোলিউশনের  ক্যামেরা সেন্সরের দিকে ঝুঁকছে। ফলে স্মার্টফোন ক্যামেরার আলোকচিত্র গ্রহণ-সংক্রান্ত সক্ষমতা বাড়ানোর বিষয়গুলি হয়ে পড়ছে ব্র্যাত্য। যদিও Samsung তার পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বা Galaxy S22 সিরিজের জন্য হাই-রেজোলিউশনযুক্ত ক্যামেরা সেন্সরের পিছনে স্রেফ না ছুটে ফটোগ্রাফিক পারফরম্যান্স উন্নত করার পরিকল্পনা করছে।

ক্যামেরা ডিপার্টমেন্টের দিক থেকে গত বছরের Galaxy S20 তুলনায় এ বছরের S21 সিরিজে কিন্তু সেভাবে ইমপ্রুভমেন্ট দেখা যায়নি। ফলে ১০৮ মেগাপিক্সেল এমনকি ২০০ মেগাপিক্সেলের স্মার্টফোন ক্যামেরা Galaxy S22 সিরিজে ব্যবহার হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছিল। যদিও এক টিপস্টার সে সব দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছে।

Samsung Galaxy S22 ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

টিপস্টার ট্রনের (Tron)-এর মতে, স্যামসাং গ্যালাক্সি এস ২২ স্মার্টফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। প্রাইমারি সেন্সর হিসেবে সেখানে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রাখা হবে। এছাড়া থাকবে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ও ৩x অপটিক্যাল জুম সহ ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এস সিরিজের বেস ভ্যারিয়েন্টের মতো প্লাস ভ্যারিয়েন্টেও একই ক্যামেরা স্পেসিফিকেশন থাকে। ফলে গ্যালাক্সি এস ২২ প্লাস তিনটি অনুরূপ ক্যামেরার সাথে আসবে বলে ধরে নেওয়া যায়।

যদিও ওই টিপস্টারের ইঙ্গিত, খবরটি আমাদের হালকাভাবেই নেওয়া উচিত। যাই হোক, এর আগে আনঅফিসিয়াল সূত্র থেকে স্যামসাং গ্যালাক্সি এস ২২ সিরিজ সম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে, তা একনজরে দেখে দেখে নেওয়া যাক।

Samssung Galaxy S22 সিরিজের সম্ভাব্য বৈশিষ্ট্যসমূহ

Olympus-এর সাথে যৌথভাবে Samsung তার Galaxy S22 সিরিজের ক্যামেরা ডেভেলপ করতে পারে।

iPhone 12 Pro Max-এর মতো OIS টেকনোলজির বদলে Samsung Galaxy S22 সিরিজের স্মার্টফোন ক্যামেরা সেন্সর-শিফট ক্যামেরা টেকনোলজির সাথে আসতে পারে।

Galaxy S22 স্মার্টফোনে ৬.০৬ – ৬.১ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে৷ Galaxy S22+ এর ডিসপ্লে ৬.৫৫ – ৬.৬৬ ইঞ্চির মধ্যে হতে পারে। এবং Galaxy S22 Ulltra-তে ৬.৮০ – ৬.৮১ ইঞ্চি ডিসপ্লে দেখা যেতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥