108MP ক্যামেরার সাথে আসছে Samsung Galaxy S22 Ultra, ফাঁস ক্যামেরার সমস্ত তথ্য

Avatar

Published on:

আগামী জানুয়ারিতে লঞ্চ হওয়ার কথা Samsung-এর S সিরিজের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোনের, নির্দিষ্টভাবে বললে Galaxy S22 সিরিজের। এই লাইনআপের ফোনগুলি নিয়ে বরাবরই আগ্রহ তুঙ্গে থাকে। আর সেই উদ্দীপনা থেকেই হালে টেক ব্লগাররা Galaxy S22 সিরিজ সম্বন্ধীয় নানা তথ্য সামনে এনেছে৷ আবার খুব সম্প্রতি এই সিরিজের সবচেয়ে অ্যাডভান্সড ভ্যারিয়েন্ট, Samsung Galaxy S22 Ultra-র ক্যামেরার স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

সেই লিকের নেপথ্যে থাকা জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্সের মতে, চলতি বছরের Galaxy S21 Ultra-র মতো আগামী বছরেও S22 Ultra কোয়াড ক্যামেরা সেটআপের সাথে আসবে। কিন্তু সেন্সরগুলি হবে আরও উন্নত মানের। ওই টিপস্টারের টুইট অনুযায়ী ফ্ল্যাগশিপ ডিভাইসটির ক্যামেরাগুলি নিম্নরূপ হবে.

Samsung Galaxy S22 Ultra ক্যামেরা স্পেসিফিকেশন

  • ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
  • – স্যামসাং এইচএম৩ সেন্সরের উন্নত ভার্সন
  • সেন্সর সাইজ: ১/১.৩৩”
  • – পিক্সেল সাইজ: ০.৮ মাইক্রোমিটার
  • অ্যাপারচার: এফ/১.৮
  • – ফিল্ড অফ ভিউ (এফওভি) : ৮৫°
  • ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা
  • – সনি সেন্সর
  • সেন্সর সাইজ: ১/২.৫৫”
  • – পিক্সেল সাইজ: ১.৪ মাইক্রোমিটার
  • অ্যাপারচার: এফ/২.২
  • – ফিল্ড অফ ভিউ (এফওভি) : ১২০°
  • ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ৩x জুম
  • – সনির নতুন সেন্সর
  • সেন্সর সাইজ: ১/৩.৫২”
  • – পিক্সেল সাইজ: ১.১২ মাইক্রোমিটার
  • অ্যাপারচার: এফ/২.৪
  • – ফিল্ড অফ ভিউ (এফওভি) : ৩৬°
  • ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা, ১০x জুম
  • – সনির নতুন সেন্সর
  • সেন্সর সাইজ: ১/৩.৫২”
  • – পিক্সেল সাইজ: ১.১২ মাইক্রোমিটার
  • অ্যাপারচার: এফ/৪.৯
  • – ফিল্ড অফ ভিউ (এফওভি) : ১১°

যদি ওই টিপস্টারের দেওয়া তথ্য সত্যি হয়, তাহলে স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা-র ক্যামেরা পারফরম্যান্স প্রায় গ্যালাক্সি এস২১ আল্ট্রা-র মতো হবে। এতএব, ফটোগ্রাফির ক্ষেত্রে সাক্সেসর ও প্রিডিসেসরের মধ্যে বিশেষ তারতম্য লক্ষ্য করা যাবে না।

সঙ্গে থাকুন ➥